নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

সারা দুনিয়া আনন্দে ভাসে, জাগে প্রশান্তির ঢেউ

২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:০০

মাসের নাম রবি, দিনটা হল সোম
১২ তারিখ ভোরে এলেন, কোন সে মহাজন???
ইউসুফের রূপে বিভোর মিশরের নারী
অজান্তে কেটে নিল নিজেদের আঙ্গুলী
মোর নবীজীরে দেখতো যদি তারা একটিবার
চালিয়ে দিত ছুরি সবে হৃদয়ের মাঝার।।
যতই করো প্রশংসা তাঁর হবে নাতো শেষ
কাগজ-কালি-কলম তোমার হবে নিঃশেষ
বাতিল হল তাওরাত যবুর ইঞ্জিল
আরবের নবী করুণার ছবি
আনলেন সাথে নতুন বাণী
জিকরুল লিল আলামীন।।

অতুল শোভা আর চরিত্র মাধুর্যে
সর্বোত্তম যিনি মানবকুলে
তাঁর তরে কোরআন বলে,
ইন্নাকা লা আলা খুলুকীন আযীম।।

ফেরেশতারা সারে সারে
দাঁড়িয়ে মা আমিনার ঘরে
সঙ্গে জিবরাঈল আমীন
সালাম জানায় নূর নবীরে
“আহলান ওয়া সাহলান এয়া
হাবীবে রাব্বিল আলামীন”।।

১২ রবিউল আউয়াল প্রত্যুষে
জাগে দুনিয়া নব হরষে
এলেন ভবে মুক্তিদাতা শান্তিদাতা
সবার প্রিয় আল আমীন।।

মা আমিনার বাগান জুড়ে জাগে বসন্ত নব রঙ্গীন
মানবকুলে জন্ম নিলেন রাহমাতুল্লিল আলামীন।।
স্বর্গ থেকে মর্তলোকে দেখো কে এলো ঐ
সারা দুনিয়া আনন্দে ভাসে,
জাগে প্রশান্তির ঢেউ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.