নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। বাঙলা আমার মাতৃভূমি, হাযারো আউলিয়ার দেশ
শাহ্ জালালের পূণ্যভূমি, শাহ্ পরানের বাংলাদেশ,
এ বাঙলায় এলেন কত, অলি আউলিয়া পূত,
তাঁদের ছোঁয়ায় ধন্য হল, পূণ্যভূমি বাংলাদেশ।।
২। এলেন তাঁদের পথ ধরি, গাউসুল আযম মাইজভান্ডারী
মোহসেন আউলিয়া, শাহ্ আমানত, বদর পীর আর সিরিকোটি
বাগেরহাটে খান জাহান আলী, মখদুম রূপোশ রাজশাহী
নোয়াখালীতে মীরান শাহ্ আর ঢাকায় হযরত শাহ্ আলী।।
৩। বিক্রম পুরে বাবা আদম, কল্লা শহীদ খড়মপুরী
মুড়ার বন্দে নাসিরুদ্দীন সাথে শত সঙ্গী সাথী
সত্য ন্যায়ের যুদ্ধ করে, হয়ে গেলেন বিজয়ী
তাঁদের পথে চলো মুমীন, আর করোনা কোন দেরী।।
৪।ইসলামের বিজয় তরী, ভাসলো তাঁদের হাতে করি
সত্য-ন্যায়ের পথে মানুষ, চলছে তাঁদের পথ ধরি
বাঙলা আমার মাতৃভূমি, হাযারো আউলিয়ার দেশ
তাঁদের ছোঁয়ায় ধন্য হল, পূণ্যভূমি বাংলাদেশ।।
©somewhere in net ltd.