নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১।কীযে মধু মাখা আহা! ঐ মদীনার নাম;
মদীনাতে শুয়ে আছেন নবী (দঃ) শাহে দোজাহান
কীযে মধু মাখা আহা! ঐ মদীনার নাম;
হাবশী বেলাল সেথা দিতেন আযান।।
২। কীযে যাদু রাখা আহা! ঐ মদীনার নাম;
বাকীতে শুয়ে আছেন কত সাহাবায়ে কেরাম;
কীযে যাদু রাখা আহা! ঐ মদীনার নাম
মসজিদে নুবুবীতে আছে বেহেশতের বাগান।।
৩। কীযে মায়া ভরা আহা! ঐ মদীনার নাম
সবুজ গম্বুজ দেখে সবার জুড়ায় পরাণ
কীযে মায়া ভরা আহা! ঐ মদীনার নাম
এখনো বাতাসে ভাসে নবীজীর (দঃ)ঘামের সুঘ্রাণ।।
৪। কীযে মধু মাখা আহা! ঐ মদীনার নাম
খোদার রহমত সেথা ঝরে দিবা-যাম
কীযে মধু মাখা আহা! ঐ মদীনার নাম
নবীজীর উম্মতের তরে দোযখ হারাম।।
৫। কীযে যাদু রাখা আহা! ঐ মদীনার নাম
কত লোকে পাইলো সেথায় জিয়ারতের পয়গাম
কীযে যাদু রাখা আহা! ঐ মদীনার নাম
কত লোকে গিয়ে সেথা পুরাইল মনস্কাম।
৬। কীযে মায়া ভরা আহা! ঐ মদীনার নাম
কবে আসবে আমার ডাক, ভেবে হই পেরেশান
কীযে মায়া ভরা আহা! ঐ মদীনার নাম
শুধু একটি বার ডাকো মোরে ওগো হাবীবে রহমান।।
©somewhere in net ltd.