নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

জান্নাত আমার চাইনা প্রভূ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

১। ওগো মহান দয়ালু দাতা, তুমিই আমার আরাধ্য
বিশ্ব জুড়ে সবাই জানে তোমার নামের মাহাত্ম্য।
২। তোমার নামে সুরমা হল তুর পাহাড় এক নিমেষে
তোমার নামে ঝরনা বহে, যায় ছুটে সে সাগর পানে।।
৩। তোমার নামে বায়ু বহে, সুর্য ডূবে যায় পাটে
তোমার নামে বিজলী টুটে, ঝলমলিয়ে নীল নভে।।
৪। তোমার নামে চাঁদের আলো শোভা ছড়ায় আঁধারে
তোমার নামে তারারা সবে মিটি মিটি হাসে আকাশে।
৫। তোমার নামে কদম গাছে ফুল ফোটে ঘোর বর্ষাতে
তোমার নামে বাগান জুড়ে যৌবন আসে বসন্তে।।
৬। তোমার নামে তরু-লতা জিকির করে দিনে রাতে
তোমার নামে দুনিয়ার সব পশু-পাখির আহার জোটে।
৭। তোমার নামেই সব নবীরা বিধান আনেন দুনিয়াতে
তোমার নামেই আযান বাজে সব মসজিদের মিনারে।।
৮। তোমার নামেই সুর্য উঠে আলো ছড়ায় দুনিয়াতে
তোমার নামেই বিলায় আলো চন্দ্রিমা আঁধার রাতে।
৯।দয়াল তোমার নামেই যেন জীবন আমার যায় কেটে
তোমার নামের সদকা খেয়েই সিজদা করি দিনে-রাতে।।
১০। দয়াল তোমার নামের বৈঠা বেয়ে ছেড়ে দিলাম সফিনা
তোমার দয়ার সদকা পেলে, পৌঁছে যাবো মদীনা।।
১১। তোমার দয়ার একটা ফোঁটা আমার তরে যথেষ্ট
জান্নাত আমার চাইনা প্রভূ, তোমার নাম-ই যথেষ্ট।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। খুব ভাল লিখেছেন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

এস এম ইসমাঈল বলেছেন: আলহামদু লিল্লাহ।মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.