নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
মাটির একখান পুতুল গড়ি
খেলছো তাতে লুকোচুরি
ডাকলে তোমায় দাও না সাড়া
খুঁজে ফিরে মন বেচারা।
ভেবেছিলাম বাঁধব তোমায় প্রেমডোরে
তোমার মাঝেই যাবো হারিয়ে
কিন্তু হায়রে পোড়া কপাল
পেলাম না আর তোমার নাগাল।
পোড়া মন আর বাঁধ মানেনা
খুঁজতে থাকে তোমার ঠিকানা
সেই আশাতেই বসে আছি
দেখবো তোমায় মুখো মুখি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
এস এম ইসমাঈল বলেছেন: অনেক অনেক ধন্যযোগ, সুপ্রিয় সনেট কবি।
খুউব ভালো থাকবেন আশা করি।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
স্রাঞ্জি সে বলেছেন:
অপেক্ষায় থাকলে প্রিয়ার নাগাল পেয়ে যাবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
এস এম ইসমাঈল বলেছেন: কাটেনা অপেক্ষার প্রহর। সেই যে কবে থেকে মনের দ্বার খুলে বসে আছি। দেখবো কবে প্রিয়ার মুখচ্ছবি।
স্রাঞ্জি ভায়ু! তুমি ওকে একটু বকে দিও তো। আমার কিন্ত আর সহ্য হচ্ছেনা।
অনেক অনেক ধন্যযোগ, সুপ্রিয় কবি, স্রাঞ্জি । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।আল্লাহ আপনার মঙ্গল করুন।