নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

শান্তির জন্য শান্তিপূর্ণ নির্বাচন জরুরী, শান্তি জিতলে জিতে যাবে বাংলাদেশ। আসুন সহিংসতাকে না বলি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

আমি রাজনীতি বুঝিনা আর বুঝতেও চাই না। আমরা চাই ঘুষ, দুর্নীতি, সহিংসতা মুক্ত শান্তির ঠিকানা হোক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই আমি বিশ্বাস করি, শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই। দেশের সর্বিক মঙ্গলের স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে আরও বেশী সহনশীলতা ও দূরদর্শীতার পরিচয় দিতে হবে। শান্তি জিতলে জিতে যাবে বাংলাদেশ। আসুন সহিংসতাকে না বলি।
আবারও বলছি,
শান্তির জন্য শান্তিপূর্ণ নির্বাচন জরুরী, শান্তি জিতলে জিতে যাবে বাংলাদেশ। আসুন সহিংসতাকে না বলি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

এস এম ইসমাঈল বলেছেন:
অনেক অনেক ধন্যযোগ, সুপ্রিয় কবি, ।খুউব ভালো থাকবেন আশা করি।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কবি।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

আপনার পোস্ট প্রথম পাতায় আসেনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় কবি, স্রাঞ্জি! আরে ভায়া সেটাতো আমারও প্রশ্ন?
দশ বছরের বেশী সময় ধরে সামু তে আর ফেবু’তে আছি। জানিনা কোথায় সমস্যা?
অনেক অনেক ধন্যযোগ ভালো থাকবেন।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



আপনি কি মডারেটরদের আপনার সমস্যা জানিয়েছিলেন? [email protected] মেইলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আশা করা যায়, কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলে আপনার পোস্ট প্রথম পাতায় না যাওয়ার যে সমস্যা তা দূর হয়ে যাবে। আর আপনি তো মা-শাল্লাহ দশ বছরের পুরনো ব্লগার। আপনারা এমনিতেই শ্রদ্ধার পাত্র।

পোস্ট ভাল লাগলো। সুন্দর লিখেছেন। শুভাশীষ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

এস এম ইসমাঈল বলেছেন:
আমাকে নিয়ে ভাবার জন্য অনেক অনেক শুকরিয়া, নতুন নকীব। নিজের লেখা ছাপানো বা প্রকাশের জন্য কাউকে রিকোয়েস্ট করতে আমার খুবই অস্বস্তি লাগে।
আমি লিখি নিজের ভেতরের তাগিদ থেকে। সেটা কারো পছন্দ হোক বা না হোক, তাতে আমার কিসসু আসে যায় না। স্রাঞ্জি জিজ্ঞাসা করেছিল, সেজন্য আমার মনোভাব প্রকাশ করলাম।
ভালো থেকো।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:
নানা ভাই আপনি আবাত গুম হয়ে গেলেন কেন...????

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় স্রাঞ্জিসে! তোমার ভয়ে, ঐ যে তুমি বলেছিলে, একবার নাকি আমার বাসায় আসবে, আর তোমার নানীকে ধরে নিয়ে যাবে, অবশ্য আরও একটা কারণ ও আছে সেটা হল আমার গোপন প্রেম যদি ফাঁস হয়ে যায়। হা হা হা হী হী হী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.