নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

জলে-স্থলে সংঘটিত সব বিপর্যয় মানুষের কর্মফলের দ্বারা সৃষ্ট হয়

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

জলে-স্থলে সংঘটিত সব বিপর্যয় মানুষের কর্মফলের দ্বারা সৃষ্ট হয়। আল কুরআন।
কোন এলাকা বা দেশের মানুষ যখন আল্লাহ্‌কে ভুলে যায় কিংবা অবাধ্য হয়, তখন আল্লাহ্‌ পাক সে দেশ/গোত্র/জাতির উপর এক অত্যাচারি শাসককে নিয়োজিত করে দেন। আর জালিম ব্যক্তি তাদের উপর বিভিন্ন উপায়ে অন্যায়-অত্যাচার চালাতে থাকে। এ মহাবিপদ থেকে বাঁচতে লোকজন তখন আল্লাহ্‌ ওয়ালা ব্যক্তিদের স্মরণাপন্ন হন। কিন্তু তাতেও কোন সুফল আসেনা। কারন আল্লাহ্‌ পাক তখন ঐ সব আল্লাহওয়ালা লোকদের কোন দোয়া কবুল করেন না। আর একটা সময় যখন আল্লাহ্‌র রাগ শান্ত হয়ে যায়, তখন আবার ঐ দেশ বা জাতির উপর আল্লাহ্‌পাকের রহমতের বৃষ্টি পড়া শুরু হয়। মহান আল্লাহ্‌ পাক দুনিয়ার সবমানুষকে দয়া ও ক্ষমা করুন। সকলের বিপদাপদ দূর করে দিন। আমীন বি হুরমতে নাবিয়্যিস সায়্যিদিল আমীন।
আগেকার দিনে কোন জনপদের মানুষ যখনি কোন পাপ কার্যে নিয়োজিত হতো বা আল্লাহ্‌পাকের কোন হুকুম অমান্য করতো, তখন সাথে সাথেই তাদের উপর আসমানি ও জমিনি বালা মুসীবত নাজিল হতো। নয়তো তাদের চেহেরা বিকৃ্ত করে বানর শুকর ইত্যাদিতে বদলে দেয়া হতো। উম্মতের দরদী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহ্‌ রাব্বুল ইজ্জতের দরবার থেকে তাঁর উম্মতের উপর যাতে এরকম কোন বিপদ বা শাস্তি নমে না আসে সেজন্য দোয়া করেন। মহান আল্লাহু সুবহানুহু ওয়াতায়ালা প্রিয় হাবীবের এ দোয়া কবুল করে নিয়ে জানান যে, কিয়ামত পর্যন্ত তাঁর উম্মতকে সময় দেয়া হল, এর মধ্যে যাতে পাপী বান্দাগণ তওবা করে নিয়ে আল্লাহ্‌র ক্রোধ ও শাস্তি থেকে রক্ষা পেতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.