| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস এম ইসমাঈল
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জীবন ফুলের বিছানা নয়। এটাই সত্য, এটাই জীবন। দুদিনের এ দুনিয়ার ক্ষনস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে আসন্ন মহাজীবন কে অবহেলা করাটা কিছুতেই উচিত নয়। আমরা সবই বুঝি আর জানি, তারপরেও ভুলে গিয়ে পাপের পথে পা বাড়াই।
ছোট বেলায় বীজগণিতের একটা ফর্মুলা পড়েছিলাম। সমীকরণ বা ইকুয়েশন- এর জন্য।তাহল প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এসব অংক করতে খুব ভাল লাগতো। এখন আমরা যদি এ ফর্মুলার আলোকে নিজেদের কার্যাবলি বিশ্লেষণ করি তাহলে কী দেখবো? ফলাফল মাইনাস। এখানে আমাদের প্লাস পাওয়ার কোন অপশন নেই। যেমন ধরুন আমার পূণ্য কাজের পয়েন্ট
+ ১০০ আর পাপের পয়েন্ট - ৫০ = তাহলে উত্তর হবে – ৫০
ফলাফল = আমি সাত সাগর পাড়ি দিয়ে যেন সৈকতেই পড়ে আছি।
দেখুন তো খেয়াল করে কার কার অংকটা আই মিন ইকুয়েশনটা মিলেছে?
আমারটা কিন্তু কিছুতেই মেলাতে পারছি না।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জনাব সনেট কবি।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।