![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ব্লগ হচ্ছে মনের সুন্দর ভাবনাগুলো প্রকাশের অন্যতম মাধ্যম। এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। অচেনা মানুষজনের সাথে মনোভাব বিনিময় ব্লগের প্রধান আকর্ষণ। শুদ্ধ জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে আরো ঋদ্ধ করা, আলোকিত ভাবনায় নিজেকে আরও যোগ্য আর শাণিত করার উপযুক্ত প্লাটফর্ম এই ব্লগ। নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা, আই মিন ফাও বা বোনাস। লেখাটা কি খুব পানসে লাগছে? নাকি আতলেমি বলে মনে হচ্ছে? আপনারা যে যাই বলুন, আসলে এটাই সত্য যে, ব্লগ হচ্ছে মুক্ত আলচনার বিরাট ক্যানভাস। যা সব কিছুকে ধারণে সক্ষম।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২
এস এম ইসমাঈল বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে।
খুউব ভাল থাকুন, আনন্দ জোয়ারে ভাসুন,
আর বার বার আমার ব্লগে আসুন।
পাঠ ও মন্তব্যের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা অফুরন্ত।
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জনাব সনেট কবি।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০০
আরোগ্য বলেছেন: সহমত।