![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
সুজনের বন্ধু :
প্রেমিক সুজন বুঝবে তখন
যখন খাবে ছ্যাঁকা,
হায়রে! তুমি আজও
রয়ে গেলে বোকা।
সুজনের বন্ধু :
শোন সুজন খোকা!
আমার একখান কথা,
পুকুর ঘাটে বসা আছে
পরাণ সখীর বাবা।
সুজনের বন্ধু :
তিনার হাতে লাঠি আছে
ওরে তুই যাসনে সেথা একা,
যখন তখন রসিক সুজন
বায়না ধরিস না।
সুজনের বন্ধু :
বাবার পাশে, কে আছে বসে,
দেখতে পাচ্ছ না?
বুইড়া মোড়ল বড়ই গাড়ল
ও তুই প্রাণে বাঁচবিনা।
সখী :
ও তুই সখী সখী বলে আমায়
পাগল করিস না,
গাঁও গেরামের মেয়ে আমি
লাজে বাঁচি না।
সখী :
"তুই কেনরে সখীর তরে
হইলিরে দেওয়ানা"?
সুজন :
"সখীর প্রেমের এত জ্বালা
আগে জানতাম না"।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জনাব সনেট কবি।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।