নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

লা মাকানের কথকতা

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২

লা মাকানের কথকতা
মিরাজ রজনীতে ফেরেসতা প্রধান হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ্‌র হাবীব দঃ কে নিয়ে আসমানে গিয়ে পৌঁছালেন। সেখানে তাঁকে স্বাগত জানালেন হযরত মুসা আলাইহিস সালাম।তখন হযরত মুসা আলাইহিস সালাম নূর নবীজীকে একটা অনুরোধ করেছিলেন, যে আপনি বাইতুল মামুর এ গিয়ে পৌঁছালে সেখানে আমার জন্য এক রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ্‌র হাবীব সেস্থানে পৌঁছানোর পর হযরত মুসা আঃ এর সাথে ওয়াদা মত এক রাকাত নামাজ আদায় করলেন, তারপর নিজের জন্য আরও এক রাকাত নামাজ পড়লেন। তিনি নামাজ শেষ করে আবার সামনে এগুতে যাচ্ছেন, ঠিক তক্ষুনি মহান রাব্বুল আলামীন এর কাছ থেকে আদেশ এলো, হে আমার হাবিব! এবার আমার জন্য আরও এক রাকাত নামাজ আদায় করুন। নূর নবীজী তাই আবার নতুন করে নিয়ত বাঁধলেন আর দোয়া কুনুত পড়লেন। এরপর তিনি জিবরাঈলের সাথে সিদ্রাতুল মুন্তাহা গিয়ে পৌছালেন। সেখানে পৌঁছানোর পর জিবাঈল আঃ বললেন, “বেয়াদবী মাফ করবেন, ওগো হাবীবে খোদা দঃ!এখান থেকে আপনাকে একাই সামনে এগিয়ে যেতে হবে। কারণ আমি যদি এ স্থান এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই, তবে নূরে ইলাহির তাজাল্লিতে আমার ৬০০ শত নুরের পাখা জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ্‌র হাবীব দঃ সামনে এগুচ্ছেন আর ভাবছেন, কোন দিকে যাবো, কীভাবে যাবো, এসব জায়গায় আগেতো আর আমার আসা হয়নি। ঠিক তক্ষুনি উম্মত কুল রবি সিদ্দিকে আকবর হযরত আবু বাকার রাদি এর কন্ঠ ধ্বনি শুনতে পেলেন, প্রিয় বন্ধু আমার ভয় পাবেন না।আপনি সামনে অগ্রসর হোন। আপনিই আজকে এই লা মাকানের প্রধান মেহমান। স্থান-কাল-পাত্র সব কিছুর উর্ধে আপন প্রিয় মাওলার দীদারে আপনাকে সূ স্বাগতম।এ পর্যন্ত এখানে আপনি ছাড়া না কেউ এসেছে আর না আসতে পারবে। মহীয়ান গরীয়ান মালিকুদ দাইয়্যান প্রশ্ন করলেন, আমার জন্য কি গিফট এনেছেন দেখানতো প্রিয় বন্ধু! আল্লাহ্‌র হাবীব উত্তর দিলেন, এই তেমন কিছু না, কারন আমি জানি “ইন্নাল্লাহা গানিউন আলাল আলামীন” অর্থাৎ - আপনার মহান সত্তা সৃষ্টির কাছে কোন কিছুর মুখাপেক্ষী নন। তাই, আমি মহামহীয়ান রাব্বুল আলামীন এর শাহী দরবারে সব রকমের সম্মান, আনুগত্য, পবিত্রতা, শুচিতা, প্রভূর স্মরণ ও কৃতজ্ঞতা নিবেদন করছি। খুশী হয়ে আল্লাহ্‌ পাক এরশাদ করলেন, হে নবী আপনার প্রতি আল্লাহ্‌র পক্ষ থেকে অফুরন্ত শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। এর জবাবে নূর নবীজী বললেন, শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি এবং আল্লাহ্‌র নেক বন্দাদের প্রতিও। আশেক ও মাশুকের মহামিলনের ইজ্জত ও পরম বরকতময় এসব সংলাপ শুনে, সব ফেরেশতারা আনন্দে বলে উঠলো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া আর কোন মাবুদ বা উপাস্য নেই, আমরা আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মোহাম্মদ দঃ আল্লাহ্‌র বান্দা ও রাসুল। অাত্তাহিয়াতু পুরাটাই মিরাজের সৃতি মাখা।
আর এ জন্যেই আল্লাহ্‌র হাবীব এরশাদ করেছেন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, ফারিহা মনি, ভালো থেকো। নিকের ছবিটা নূতন মনে হচ্ছে?

২| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বুঝলাম না?

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯

এস এম ইসমাঈল বলেছেন:


ফারিহা! বলছিলাম এই ছবিটার কথা? এগুলো কি তোমার ছঃবি? নাকি ডাউনলোড করা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.