নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
কবিতা লেখার সূত্র জানি না
ছন্দ মিলের চিন্তাতে মোর
ভাবনাগুলো যায় হারিয়ে,
ছন্দ যখন মিলাতে পারি না
কবিতা লেখার সাধটা আমার
শূন্য লোকে যায় যে মিশে।
কথার কারিগরেরা কেমন
শব্দে বাঁধেন কবিতার ভবন
কেউবা বানান কথার ভূবন
হিংসায় জ্বলে পোড়া এই মন,
ইচ্ছা করে তাদের প্রাসাদ
ভেঙ্গে দিয়ে লাগাই বিভ্রাট।
লিখতে গেলেই খাতা কলমে
শব্দজটের লেগে যায় হাট
কি করে পুরিবে মোর
কবি হবার স্বপ্ন সাধ?
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭
এস এম ইসমাঈল বলেছেন: সহমত। আমি মুক্ত ছন্দে বিশ্বাসী। আপনার মূল্যবান মন্তব্যে আমি ধন্য। অনেক ভাল থাকুন আর বারবার আমার ব্লগে ফিরে আসুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
নীল আকাশ বলেছেন: ইসমাঈল ভাই, আমি ঢাকা ভার্সিটিতে এক মাস কবিতা লেখা আর ছন্দের উপর কোর্স করেছি। কোন লাভ হয়নি। ছন্দে মিলিয়ে লেখা সবার হয় না। এটা আমি বিশ্বাস করি জন্মগত। তবে কবিতা লেখায় আমি যেটা বিশ্বাস করি সেটা হলো মূল ভাব ছন্দের চেয়ে গুরুত্বপূর্ন। আধুনিক ধারায় ছন্দ এখন আর এতটা গুরুত্ব পায় না। আপনি নিজের মতো লিখে যান। নিজেই একটা নতুন ধারা সৃস্টি করুন।
শুভ কামনা রইল!