নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
গল্পের বাড়িতে
১। গল্পের বাড়িতে, কে কে যাবে বেড়াতে?
উঠে যাও গাড়ীতে, গল্প দাদুর সাথে
গল্পের বাড়িতে, রাখা আছে হাঁড়িতে
কত শত গল্প, কে কে চাও শুনিতে?
২। রাজকন্যা ঘুমিয়ে সেথা, রাক্ষস পুরীতে
রাজপুত্র কি পারবে তারে উদ্ধার করিতে,
হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও
রাক্ষস তেড়ে আসে, রাজপুত্রকে খুঁজিতে।
৩। ব্যংগমা বলে গেল, রাখা আছে কৌটোতে
সেই পাতাল পুরীতে, এক কালো ভোমরাতে
রাক্ষসের প্রাণ, পারবে কে আনতে?
রাজপুত্র ছুটে গিয়ে, উঠে বসে ঘোড়াতে।।
৪। পঙ্খী রাজ ঘোড়া তার, যায় উড়ে ঊড়ে
একমাসের পথ সে যে, পাড়ি দেয় নিমেষে
আরও কত গল্প, আছে রাখা ঝুলিতে
কে পারে সব গুনিতে, গল্পের বাড়ীতে?
©somewhere in net ltd.