নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
কষ্ট বিলাসী কবি
দারুণ ছন্দে এঁকেছো কষ্টের ছবি
একাকী সব কষ্টের ভার,
কেন তুমি বইবে বার বার?
কিছু কষ্ট বিলিয়ে দিয়ে
হালকা হও এবার।
কেন চাও তুমি বার বার,
ফিরে যেতে
কষ্টের সেই সব অসহ্য দিনগুলতে?
কেন এত দুঃখ বিলাস?
সুখকে কি তবে পাঠিয়েছো নির্বাসনে?
কোন সুদূর দ্বীপে, কোন বনে?
তুমি কি জানো না কবি?
জীবনের বেলাভূমে
সুখ-দুঃখ মিলে সবে
একসাথে গেঁড়েছে বসতি।
শান্তি খোঁজার নেশায়
আনলে তুমি খুঁড়ে
এক ভূবন কষ্ট
ছন্দোবদ্ধ শব্দের গাঁথুনিতে।
তবুও আমি পারি খুঁজে নিতে
এক ঝাঁক সুখের মুক্তো,
দুঃখের উথাল পাথাল স্রোতস্বিনীতে।
সুখের মালা গাথার তরে
যখনি সাজাই মুক্তা হারে
কষ্টেরা সব জেগে উঠে
নির্ঘুম এই হৃদয় মাঝে।।
সুখেরা আমার পালিয়ে বেড়ায়
মুখরা হয় নিশুথি রাতে
ফিরতে পারেনা কষ্টের স্রোতে
পরবাসি সুখ নিজের গৃহে।
©somewhere in net ltd.