নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

পরিবহন খাতের দানবদের হাতে বন্দী বাংলা দেশের জনগণ, প্রশাসন?

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯

সবকিছু দিনকে দিন জটিল হয়ে উঠছে, সব কিছু কেমন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশের নির্বাচিত প্রধান মন্ত্রীর চেয়ে কোথাকার কোন শাহজাহান খান বেশী ইম্পরট্যান্ট হয়ে উঠেছে। এদেশের ট্রাফিক আইনের তোয়াক্কা না করে যেখনে একজন মন্ত্রী, পরিবহন শ্রমিকদের অন্যায্য দাবীগুলোকে আস্কারা দিতে পারেন। সড়ক ও জনপথে চলাচলকারী কর্মজীবী দেশের সাধারন মানুষের দুর্দশার ও নিরাপত্তার কথা না ভেবে যিনি ঐ হন্তারক গন্ডমূর্খ বাস/ট্রাক চালক/হেলপারদের স্বার্থকে বড় করে দেখছেন, সেখানে জনগণ সব সময় অনিরাপদ আতঙ্কগ্রস্থ হয়ে থাকারই তো কথা। কিছু লোকের লোভ ও খামখেয়ালীর জন্য আর কত শিশুর জীবন বলি দিতে হবে?
সত্যিই সেলুকাস! বড় বিচিত্র এই দেশ? তার চেয়ে আরও বিচিত্র এদেশের ক্ষমতাবান লোকগুলো (কারন আমি তেনাদেরকে মানুষ বলে প্রকৃত মানুষদের অপমান করতে চাই না)।
রাস্তার উপর বাস নাই, বাস গেছে গ্যারেজে
ড্রাইভার/হেলপার সবাই মিলে বসে গেছে আড্ডাতে
কেউ আবার লাগায় কালি, বেচারা জনগণের মুখে,
বাস মালিকরা ধর্ণা দেয় মন্ত্রী/ এমপি’র বাড়ী।
এভাবে আর চলবে কদিন? দিন বদলের গাইবে গান,
নব ঊষার আহবান, কে শুনাবে জনগনে?
সত্যিই এমন একজন ত্রাতার আগমনের
প্রতীক্ষায় আছে বাংলাদেশ,
একজন শেখ মুজিব যেমন
ঘুম ভাঙ্গানিয়া গান গেয়ে জাগিয়ে দিয়েছিল
৭ কোটি হৃদয়কে, স্বপ্ন দেখিয়েছিল স্বাধীন সার্বভৌম,
অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার।।
কিন্তু আজ সে স্বপ্নগুলোকে খুবলে খাচ্ছে কিছু মানবরূপী দানবেরা।

কিছু লোকের খেয়াল খুশী, উচ্চাকাঙ্ক্ষা, আর প্রতিহিংসার গ্যাড়া কলে বন্দী এ জাতি পারবে কি কোন দিন মুক্ত হতে?
তবুও বলতে চাই, "জীবন যেখানে শুকায়ে যায়, করুণা ধারায় এসো"।
রাত পোহাবার আর কত দেরী পাঞ্জেরী?
কত দেরী?? কত দেরী???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.