নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নগুলোকে খুবলে খাচ্ছে কিছু মানবরূপী দানবেরা

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭


রাস্তায় আর চলেনা বাস ট্রাক, ওরা গেছে গ্যারেজে
কয়দিন ঘুমোতে, সুখ নিদ্রার আমেজ নিতে
ড্রাইভার/হেলপার সবাই মিলে মজে আছে আড্ডাতে
কেউ আবার লাগায় কালি, বেচারা জনগণের মুখে,
বাস মালিকরা ধর্ণা দেয় মন্ত্রী/ এমপি’র বাড়ী।
এভাবে আর চলবে কদিন? দিন বদলের গাইবে গান,
নব ঊষার আহবান, কে শুনাবে জনগনে?
সত্যিই এমন একজন ত্রাতার আগমনের
প্রতীক্ষায় আছে বাংলাদেশ, একজন শেখ মুজিব যেমন
ঘুম ভাঙ্গানিয়া গান গেয়ে জাগিয়ে দিয়েছিল
৭ কোটি হৃদয়কে, স্বপ্ন দেখিয়েছিল স্বাধীন সার্বভৌম,
অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার।।
কিন্তু আজ সে স্বপ্নগুলোকে খুবলে খাচ্ছে
কিছু মানবরূপী দানবেরা।
কিছু লোকের খেয়াল খুশী, উচ্চাকাঙ্ক্ষা,
আর প্রতিহিংসার গ্যাড়া কলে বন্দী এ জাতি
পারবে কি কোন দিন মুক্ত হতে?
কিন্তু তবুও বার বার বলতে ইচ্ছা করে,
"জীবন যেখানে শুকায়ে যায়, করুণা ধারায় এসো"।
"রাত পোহাবার আর কত দেরী পাঞ্জেরী?
কত দেরী?? কত দেরী???"

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

নজসু বলেছেন: ভাই আপনার পোষ্টগুলো কি প্রথম পাতায় আসছে না নাকি?

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: হ্যা, কেন যে আসছে না, জানি না, আর কি করলে আসবে তাও জানি না।আপনাকে অনেক ধন্যবাদ, সুজন ভাইয়ু।

২| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

নজসু বলেছেন: আপনি মনে হয় ড্রাফট থেকে পোষ্ট করছেন।
ভাই শোনেন, ড্রাফট করা পোষ্ট থাকলে তা আগে কপি করুন।
তারপর নতুন ব্লগ লিখুনে ক্লিক করে পেস্ট করে নতুন করে শিরোনাম টাইপ করে পোষ্ট করুন।

তিনেট ধাপ- কার্সর রেখে কন্ট্রোল+এ.....কন্ট্রোল+ সি..... কন্ট্রোল+ ভি।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

নজসু বলেছেন: তিনটি ধাপ।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

এস এম ইসমাঈল বলেছেন: ওকে, ডিয়ার, লেট মি চেক ইট। থ্যাংকস এ লট।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

নজসু বলেছেন: হলো কিনা আমাকে জানাবেন কিন্তু।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

এস এম ইসমাঈল বলেছেন: যে লাউ সেই কদু। কিছুটি হয় নাই। প্রিয় নজসু ভায়ু।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নজসু বলেছেন: আরেকটা বিষয় খেয়াল করতে হবে।
বাম পাশে পোস্টটি প্রকাশিত হবে মেনুটির নিচে প্রথম পাতায় টিক চিহ্ন দেয়া আছে কিনা দেখতে হবে।
যদি না দেয়া থাকে তবে সেটায় টিক দিতে হবে।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

এস এম ইসমাঈল বলেছেন: আরে ভাই সব ঠিক আছে।আমারই কপাল খারাপ। তাই। এই মাত্র ইন্দিরা গান্ধী কে নিয়ে ১ টা পোষ্ট দিলাম। দেখেন ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

নজসু বলেছেন: আমার মনটাও খারাপ হয়ে গেলো।
কারণ টা তাহলে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.