নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। তোমার তরে জমা আছে বুক ভরা ভালোবাসা
আমার সকল সুখে-দুঃখে, তুমিই আমার বল-ভরসা
তোমার তরে দুই নয়নে নামে, সাত সাগরের অশ্রুধারা
বিপদগুলো যায় দূরে সরে, শুনলে তোমার নামের গাঁথা।।
২। আমায় তুমি দিয়েছো অনেক, চাওনি কিছুই বিনিময়ে,
তোমার অশেষ দানের মূল্য শোধ হবেনা কোন কালে,
আমার অশেষ অক্ষমতা, তোমার দানের ব্যাপকতা
কী করে ভুলি হে জগত ত্রাতা? তুমিই আমার শেষ ভরসা।।
৩।আশায় আছি দেখবো তোমায়, তাই নিশিদিন সিজদাতে যাই
হোক না সেটা হাশর মাঠে? আমল নামার হিসাব দিতে
তবুও যে তোমার পাবো দেখা, সেটাই বা কম কিসে?
দেখলে একবার চোখের দেখা, পূর্ণ হবে মোর মনের আশা।
৪। বেহেস্ত-দোজখ যেখানেই যাই, তোমার নামের জপবো মালা
আমার কষ্ট দেখে যদি, তোমার মনে লাগে খুশী
হাসি মুখে নেবো মেনে, তোমার দেয়া কষ্ট রাশি
সাধ্য কি আর এ অধমের, তোমার হুকুমে গররাজী?
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫
এস এম ইসমাঈল বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ভালো বাসা, প্রিয় হাবীব স্যার।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
হাবিব বলেছেন: ইসমাইল ভাই, অনেক অনেক ভালো লাগলো। সুন্দর কথার গাঁথুনি।