![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
একজন সনেট কবির কবিতায়
মুগ্ধ আমি হায়, মুগ্ধ হইল সবাই
নয় শত ঊনত্রিশ সনেটের গড়া
গড়েছেন একক রেকর্ড, বিশ্ব জোড়া।।
ব্লগার ফরিদ আহমেদ নামে চিনে
সনেট কবি আরেক নাম রেখো মনে
অনুসারী জানি তাঁর একশত তিন
লিখেছেন তাই নিয়ে সনেট রংগীন।।
ধর্ম কর্মেও দেখছি আছে তাঁর মন
পাক নামে করেন সনেট বিরচন
সদা হাসি খুশী তিনি, মহা গুনীজন
ব্লগের কবিরা সবে তাঁর ভক্তজন।।
তাঁর গুণ মুগ্ধ ভক্ত আমি অভাজন
বেঁচে থাক সনেট কবি, দীর্ঘ জীবন।।
সুপ্রিয় সনেট কবিকে বিনম্র শ্রদ্ধায় নিবেদিত পংক্তি মালা ।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
হাবিব বলেছেন: অসাধারন.............