![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
করুণা তোমার অশেষ অপার, কেমনে করিব বর্ণনা?
অধম মুর্খ অযোগ্য আমি, করতে জানিনা বন্দনা
মোর অজ্ঞতা পাপের খাতা খুললে আমি বাঁচবোনা
তোমার সামান্য দয়ার আশায় করছি করুণ প্রার্থনা।।
দুর্বল অবুঝ বান্দা আমি, দোষটি আমার নিওনা
ওগো দয়াল মাফ করে দাও, এমন পাপ আর করবো না।
তুমি যদি না দাও মাফি, বলো কোথায় যাবো আমি?
দয়াল তুমি ছাড়া আর কারো দ্বার বান্দা অধম নাহি চিনি।
ক্ষমা যদি নাই বা কর, একটি কথা দাও বলে
রহীম-রহমান, গফুরু-গাফফার, সাত্তার নাম কেন নিলে?
ঐ পাক নামের গুণে পাবো মাফি, কেন এত আশা দিলে?
একলা ছিলাম ভালোই ছিলাম, শয়তান কেন লেলিয়ে দিলে?
তার উপরে নফসের ডাক বান্দা কেমনে যাই ভুলে?
এত ষড়যন্ত্রের শিকার আমি, তুমি চুপ করে কেন দেখছিলে?
যে খেলার নিয়ম তোমার, রেফারি তুমি, একাই নিরব দর্শক ছিলে
তাহলে আমার দোষটা কোথায়, একবার দয়াল দাও না বলে?
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১
এস এম ইসমাঈল বলেছেন: অনেক অনেক ভাল লাগা আর কৃতজ্ঞতা। ভালো থাকুন প্রিয় হাবীব ভাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
হাবিব বলেছেন: সুন্দর লেখনি........++