![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জম্পেশ এক ব্লগ লিখেছি
বহুদিন পর আজ আমি
মনের সব গোপন কথা
দিয়েছি এবার ফাঁস করি।
দেখে যাও এসে বন্ধুরা!
হবে না নিরাশ, কথা দিচ্ছি
বিনোদনের পসরা দিয়ে
সাজিয়েছি মোর ব্লগ বাড়ী।
বন্ধুরা সব কোথায় গেলে,
চলে এসো তাড়াতাড়ি?
ফুরিয়ে গেলে আর পাবেনা
করবে বেগার ঘুরাঘুরি।।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
এস এম ইসমাঈল বলেছেন: কি খেতে চান বলুন? স্যার বলে কথা। তাঁকে কি আর অভুক্ত রাখা যায়? বেচারা গৃহস্তের অকল্যান হয়ে যাবে তাহলে।
ধন্যবাদ স্যার। আমা হেন গরীবের বাড়ী আসার জন্য।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
নীল আকাশ বলেছেন: এত কবিতা লিখেন কিভাবে আপনি? আমার একটা লিখতেই তো খবর হয়ে যায়, ব্লগে হাবীব ভাই আর আপনি মনে হয় জেনুইন কবি, আর আমরা সবাই চেস্টা করে কবি! সময় পেলেই আমি এসে ঘুরে যাব! আমাকে ডাকতে হবে না......
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: নীল আকাশ ভাই,
কবিতা কি আর সাধে লিখি, লিখতে হয় বাধ্য হয়ে। গল্প বা প্রবন্ধ লিখতে যে গভীর জ্ঞান, ভাষাগত দক্ষতা আর বুদ্ধিমত্তা লাগে, সেগুলোর একটাও যে নেই এ অধমের মাঝে। তাই
“বাধ্য হয়ে অগত্যা
লিখে যাই কবিতা,
লাগে যদি টিপস?
নিয়ে আসুন চিপস
তাহলেই মামলা খালাস
হয়ে যাবেন ফেমাস।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
হাবিব বলেছেন: কিছু খাওয়াবেন নাকি?