![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
শুধু তুমিই ছিলে নির্বাক
দর্শক এক চুপচাপ,
এ কেমন ব্যবহার?
ভাবি আমি বার বার।।
ওরা যখন এলো তেড়ে
তুমি দিলে হাল ছেড়ে
চুপচাপ দাঁড়িয়ে তুমি
সব কিছু দেখছিলে।।
কেন এমন করলে তুমি
তোমার কেউ কি হইনা আমি?
ওরা আমায় খুবলে খেলো
তোমার কিছু করার ছিল?
তুমিও কি তাহলে তাদের দলে?
তাই চেয়ে চেয়ে দেখছিলে?
এমন বন্ধু থাকার চেয়ে
একা থাকা অনেক ভালো।।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১
এস এম ইসমাঈল বলেছেন: চাচা আগে নিজের জান বাঁঁচা। দুদিনের এ দুনিয়ায় কেবা আগে মরতে চায়? ধন্যবাদ জনাব।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
হাবিব বলেছেন: সত্য বলেছেন