![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ঝাঁপ দিয়েছি জ্ঞান সাগরে
সাঁতরে যেতে হবে ওপারে
হাঙর আর অক্টোপাসের ভয়ে
চলতে হচ্ছে ডুব সাঁতারে।।
ধরেছি এবার জীবন বাজি
জ্ঞানের তরে মরতেও রাজী
যতই কুড়াই মণি মুক্তা
মনে আবার বাড়ে চাহিদা।।
এ যাত্রার যেন শেষ নাই
জানিনা কবে কূল খুঁজে পাই?
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
এস এম ইসমাঈল বলেছেন: আমীন সুম্মা আমীন। জাজাকাল্লাহু খায়রান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ, এয়া হাবীবী!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম জাযাহ দিবেন