![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
পাপ পঙ্কিল জীবন ছিল বদ্ধ চোরাবালিতে
অশান্তির লু হাওয়া এসে উড়িয়ে নিল মরুতে
ব্যর্থতা আর হতাশার মরীচিকায় পিপাসিত মন
খুঁজে ফিরেছে অবিরত শান্তি সুখের কুঞ্জবন।।
দমকা বাতাসের মত ওগো নবী নিয়ে এলেন দ্বীন ইসলাম
জীবনে এলো স্নিগ্ধ বাতাস, নামলো ভবে আলোর বান,
সত্য ন্যায়ের জ্বললো শিখা, প্রশান্তির মহা মরুদ্যান
শেখালেন সবে মানবতা আর মিথ্যার হল প্রস্থান।।
মজলুমের কান্না থেমে গেলো তাই, ভেঙ্গে গেলো সব জিন্দান
আত্ম শক্তির খুলে গেলো দ্বার নিজের শক্তিতে বলিয়ান
মানুষে মানুষে নাই ভেদাভেদ, স্রষ্টার কাছে সবাই সমান
ফুল হয়ে তাই ফুটল কলি যতটা ছিল গুলিস্তান।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪
এস এম ইসমাঈল বলেছেন:
সুপ্রিয় নীল আকাশ,
ঐ ছবিটা একজন আওলাদে রাসুলের। উনি নূর নবীজীর ৪০ তম বংশধর। বাংলাদেশে উনার লক্ষাধিক মুরীদান রয়েছে। উনার বাবা ছিলেন আমার পীর সাহেব।
সমালোচনা ভালো লাগলো। অনেক ধন্যবাদ। জনাব।
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
নীল আকাশ বলেছেন: আপনার এই ছবি টা সরিয়ে দেয়াই টাই ভালো হবে.....।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
এস এম ইসমাঈল বলেছেন: তথাস্তু। জনাব।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১
নীল আকাশ বলেছেন: ভাই, ছবি টা কার? নবী করিম (সা-) এর কথা বললেন, আবার ছবি দিলেন, কেমন দেখাল না? মদিনার রোওজা পাকের ছবি দিলে মনে হয় ভালো হতো, যাই হোক, মনে কিছু নিবেন না। কবিতা ভাল হয়েছে। দিন দিন ছন্দ আসছে কবিতা তে, দারুন!