নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি, ভালোবাসি

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

ভালোবাসি ভালোবাসি, মায়ের মুখের মধুর হাসি,
ভালোবাসি ভালোবাসি, চিংড়ি ভাজা, পান্তা বাসি,
ভালোবাসি ভালোবাসি, দেয়ালে টানানো বাবার ছবি,
ভালোবাসি ভালোবাসি, ফোকলা দাঁতের মুখ ভেংচি।।
ভালোবাসি ভালোবাসি, দুষ্টু মুখের মিষ্টি হাসি,
ভালোবাসি ভালোবাসি, প্রিয় কবির গানের কলি,
ভালোবাসি ভালোবাসি, বাদলা দিনে মেঘ-সুর্যের লুকোচুরি
ভালোবাসি ভালোবাসি, শীত সকালে রোদের হাসি।।
ভালোবাসি ভালোবাসি, বাংলা মায়ের আঁচল খানি
ভালোবাসি ভালোবাসি, মোর বধুয়ার লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি, দিন বদলের বারো মাসি
ভালোবাসি, ভালোবাসি,
চারিদিকে এত সূর, এতো আলো, হাসি খুশী রাশি রাশি।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
সহজ আনন্দে ভালোলাগার প্রকাশ ।

০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

এস এম ইসমাঈল বলেছেন: প্রথম মন্তব্যে আজ মনিরা আপুনিকে পেয়ে আমার খুশী দ্বিগুনের চেয়েও অনেক বেশী হয়ে গেলো। কৃতজ্ঞতা অশেষ। অনেক ভালো থাকবেন, আপুমনি!

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

শিখা রহমান বলেছেন: চমৎকার কবিতা। সব ভালোবাসা যখন এক কবিতায় তখন ভালো না লেগে পারে!!

কবিতাটা পড়লে আসলেই "চারিদিকে এতো সুর, এতো আলো, হাসি খুশী রাশি রাশি।।" :)

শুভকামনা কবি।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

এস এম ইসমাঈল বলেছেন:
বাহ! কী সৌভাগ্য এ গরীবের! ব্লগের মুকুটহীন রাণী শির’মনির পদধূলি পড়লো তাহলে পর্ণ কুটিরে। আরে তোরা কে কোথায় আছিস? জলদি আয়, অতিথিরে করবো বরণ, লগন বয়ে যায়।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। আসলে আমি আপনার মতো চমৎকার সব শব্দের বুননে ভাষার অসামান্য কারুকাজ করতে জানি না। ব্লগের আননদ ভূবনে সাথে রাখবেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.