![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জাবের নামে এক সাহাবী,
জিজ্ঞাসিলেন, “ওগো নবী!
সবার আগে কি বানালেন
রাহমানুর রাহীম, রাব্বী?”
কহেন নবীজী মিষ্টি হেসে
শোন জাবের, নাও জেনে
সবার আগে করলেন খোদা
তোমার নবীর নূর পয়দা।
এক হাদিসে, বলেন নবী
জেনে রাখো, মোর সাহাবী!
তখনও ছিলাম আমি নবী
আদম যখন কাদা মাটি।
বেহেস্ত-দোযখ জমীন-আসমান
কিছুই করা হয়নি সৃজন
তখনও আমি ছিলাম নবী
পড়িতাম মহান রবের তাসবীহ।
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
এস এম ইসমাঈল বলেছেন: আলহামদুলিল্লাহ। মন্তব্যে শুকরিয়া। খুব ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
হাবিব বলেছেন: অসাধারন লিখেছেন প্রিয় ভাই.............