নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
অর্গল মুক্ত হোক ছন্দ তোমার হে কবি
রঙের বাঁধন ভেঙ্গে জীবন্ত হোক সব ছবি।।
হে নতুন দিনের দার্শনিক তোমার কাছেই করলাম অর্পন
তোমার চিন্তা আর মননেই হোক আলোকিত নব জীবনের উদ্বোধন।।
হে সমাজ পতি! নেতা তুমি সম্মানিত, কল্যাণ আসুক হাত ধরে তোমার
ফিরে আসুক কাকবন্ধ্যা এ সমাজে সুখ শান্তির জোয়ার।।
রাজনীতির ওগো মহান কাণ্ডারী!
জনম দুঃখিনী বাংলা মায়ের নও কি সন্তান তুমি?
মাকে আর কত দেবে কষ্ট?
এবার ফিরে এসো তুমি।।
অফুরন্ত শক্তির আধার, হে প্রাণ চঞ্চল তারুন্য
সর্বনেশে নেশার আঁধারে হারিয়ে যেও নাকো তুমি,
তোমার দিকেই তাকিয়ে আছে বিশ্ব, আর প্রিয় জন্মভূমি
পরের কথা না হয় ভেবো পরে, আগে বাঁচো তুমি।
©somewhere in net ltd.