নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

দয়াল আল্লাহ দিয়েছেন নেয়ামত অফুরন্ত

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

ছোট্ট এ জীবনটাতে নেইকো সুখের অন্ত
দয়াল আল্লাহ দিয়েছেন নেয়ামত অফুরন্ত,
তাঁর দয়াতেই যত ফুল-ফসলগুলো বাড়ন্ত
জীব-পাখী কীট আর গাছেরা সব জীবন্ত।।

চাঁদ সুরুজ, আর গ্রহ-তারা মহাশুন্যে ছুটন্ত
শষ্য শ্যামল বন বনানী ছেয়ে আছে দিগন্ত,
তাঁর দয়াতেই খাদ্য জোটে সবার তরে অনন্ত
দিনের বেলায় ব্যস্ত মানুষ রাতের বেলায় ঘুমন্ত।।

তাঁর ছায়াতে নিজকে সঁপে হয়ে গেছি নিশ্চিন্ত
তাঁর কৃপাতে বাগানের সব কলিরা হয় ফুটন্ত,
তাঁকে যারা মানতে চায়না এই দুনিয়ায় একান্ত,
তাদের তরে জাহান্নামের আগুন সর্বদা জ্বলন্ত।।

তাঁর দয়াতেই মাঝ দরিয়ায় ভাসে তরী ডুবন্ত
তাঁর দয়াতেই শীতের শেষে আসে মধু বসন্ত,
তাঁর আদেশেই বালু চরে জাগে সভ্যতা জীয়ন্ত
তাঁর অসীম দয়া-মায়ার নাইরে কোন সীমান্ত।।

নতুন করে আজকে আবার নিলাম চরম সিদ্ধান্ত
নফসের কথা মানবো না আর, আজ থেকে দিলাম ক্ষ্যান্ত,
নফসের ইচ্ছায় চালালে জীবন, পরিণতি হয় বিয়োগান্ত
দ্বীন-ঈমান সব হারিয়ে হয়ে যাবে সর্বশান্ত।

খেটে খাওয়ার মানুষ নও তুমি, তোমার বংশ অতি সম্ভ্রান্ত,
নিজ সুখ্যাতি বাড়াতে তুমি ঘুরে বেড়াও দেশের বিভিন্ন প্রান্ত
অসীম জীবনী শক্তি তোমার, তুমি হওনা কখনো ক্লান্ত-শ্রান্ত,
এ ভাবে তোমার পথ চলা হবে জীবনের শেষ দিন পর্যন্ত।।


রিজিকের তরে ছুটাছুটি করে তুমি হয়ো না রোগাক্রান্ত
শয়তান তোমায় ফাঁদে ফেলার তরে করেছে কত চক্রান্ত,
তার ষড়যন্ত্রের শেষ নাই কোন, হয়ে যাবে তুমি বিভ্রান্ত
বিশ্বাসে থেকো মজবুত তুমি, সাহস রেখো অসীম অতলান্ত।।

তাঁর পাক নামের জিকির কর মন থকবে শান্ত
রাগের মাথায় ঝগড়া করে, হয়ো না তুমি অশান্ত,
ভালো থাকার তরে এবার লিখে দিলাম বৃত্তান্ত
দরূদ পড় নইলে সব দোয়া, আসমানে থাকবে ঝুলন্ত।।

ভাল থাকতে তুমি পরিশ্রমে কাটাও দিন-দিনান্ত
উদ্দেশ্য সাধনে তৎপর তুমি হয়ে যাও দুরন্ত
কাজ না হলে সকলেরে তুমি কর শাপ-শাপান্ত
কূট বুদ্ধিতে সবার সেরা তুমি, একেবারে দুর্দান্ত।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

সাত সাগরের মাঝি ২ বলেছেন: খুব সুন্দর................

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

এস এম ইসমাঈল বলেছেন: নতুন ছন্দ মিল দিয়ে এ হামদখানা লিখেছি। আপনার ভালো লেগেছে বলে কৃতজ্ঞ। খুব ভাল থাকবেন।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হামদ পদ্যটি ভাল লেগেছে ভায়া।

প্লাস+++

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

এস এম ইসমাঈল বলেছেন: নতুন ছন্দ মিল দিয়ে এ হামদখানা লিখেছি। সব পংক্তির শেষে "ন্ত" যুক্ত বর্ণ দিয়ে মিল দিয়েছি।
আপনার ভালো লেগেছে বলে কৃতজ্ঞ। খুব ভাল থাকবেন।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

হাবিব বলেছেন: বাহ...........দারুন লিখেছেন

১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

এস এম ইসমাঈল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন স্যার।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২

এস এম ইসমাঈল বলেছেন: এবার লিখেছি বর্ণ দিয়ে শেষ হয়েছে এমন বর্ণ সমষ্টি ব্যবহার করে একটা নাত। পড়তে এলে খুশি হব।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



বাহ! অসাধারন! অনন্য! প্রার্থনা, উপদেশ, বিশ্বাসগুলো মূর্ত হয়ে উঠেছে কবিতার ছন্দে ছন্দে। মুগ্ধতা অনি:শেষ, প্রিয় কবি!

লিখতে থাকুন। অনেক লিখুন। এমন কবিতা পাঠে অনেকের হৃদয়বাগে ফুটে উঠুক বিশ্বাসের আলোকিত গোলাপ।

শুভকামনা নিরন্তর।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

এস এম ইসমাঈল বলেছেন: খোলামেলা আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা অশেষ।অনুপ্রাণিত হলাম, প্রিয় ভাই।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

এস এম ইসমাঈল বলেছেন: এবার লিখেছি বর্ণ দিয়ে শেষ হয়েছে এমন বর্ণ সমষ্টি ব্যবহার করে একটা নাত। পড়তে এলে খুশি হব।সুপ্রিয় নতুন নকীব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.