নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
একটা সময় ছিলেম আমি আত্মা হয়ে
মহান স্রষ্টার সকাশে অন্য ভূবনে
সেখান থেকে এলাম ফিরে মায়ের পেটে
মাতৃ জঠরের সেই ছোট্ট ঘরে
মোর থাকা হল না বেশিদিন
রঙ্গিণ স্বপ্নে বিভোর আমি
এসে পড়লাম এ পৃথিবীতে।।
এসেই দেখলাম আমার আগমনে
সব্বাই কেমন উৎফুল্ল,
মায়ের ব্যস্ততা বাড়ে আমায় নিয়ে
সকালে বাবা যেতেন কাজে
এক পলক আমায় দেখে।।
দাদা,দিদা চাচা-ফুফুরা সবাই
আদরে আহ্লাদে ভরিয়ে দিতো
এই ছোট্ট আমায়,
শিশুকাল তাই -
কেটে গেলো হাসি কান্নায়
আনন্দে আর ভালবাসায়,
তারপর যাওয়া হল স্কুলে
লেখাপড়া করার ছলে
এক রূপকথার গল্পের মতো
কেটে গেল সে দিনগুলো
ভোজবাজির মতো হটাৎ করে।।
হেলাফেলায় কাটল কৈশোর
খেলার সব সাথীদের নিয়ে,
আজকে তারা কোথায় গেলো হারিয়ে?
ক্লান্ত এ মন শুধু বারে বারে
কেন তাদের খুঁজে ফিরে।।
তারপর জীবনে এলো
মধু বসন্তের দিনগুলো
স্বপ্ন ভরা সোনালী যৌবন
এক আকাশ আলোয় ভরা
নব জীবনের আহ্বান,
স্বপ্নে রাঙা সুখের সেই দিনগুলো
কত তাড়াতাড়ি হারিয়ে গেলো??
এর পর শুরু হল এক নতুন যুদ্ধ,
নিজেকে প্রমাণ করার পালা,
একরাশ হতাশা আর সিদ্ধান্তহীনতায়
যখন সুকঠিন মনে হচ্ছিল পথচলা
ঠিক তক্ষুনি এলে তুমি
শক্তি আর সাহসের সু বাতাস নিয়ে।।
শুরু হয়েছিল যে পথচলা
আজো থামেনি তা,
পাওয়া না পাওয়ার
হিসেব মিলেনি আজো
জানিনা মিলবে কিনা কভূ?
রেসের ঘোড়ার মত দৌঁড়াতে দৌঁড়াতে
চলে এসেছি জীবনের শেষ প্রান্তে
ওপারের ডাক এলে যেতে হবে চলে
সব কিছু ছেড়ে ছুড়ে, কবরের অন্ধকার ঘরে। ।
©somewhere in net ltd.