নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ঘামে যাহার এত সুরভী, সারা বদনখানি নুরানী
সেই তো আমার দ্বীনের নবী, মক্কী মাদানী আল আরাবী।।
ইয়াতিম-বিধবা-গরীব-দুঃখী পেতো যার সহানুভূতি,
তিনিই আমার দ্বীনের নবী, মক্কী মাদানী আল আরাবী।।
নবী মুসা কাতর স্বরে করলেন কত প্রার্থনা,
অহী দিয়ে মহান প্রভূ করে দিলেন মানা,
মোর নবীজীর দঃ এমনি শান,হলেন মেরাজের মেহমান
আরশোপরি ডেকে নিয়ে,দেখা দিলেন খোদ রহমান।।
খোদ আরশওয়ালা আর ফেরেশতারা,
যাঁর দরূদ পড়েন সারা বেলা,
তিনিই আামার দ্বীনের নবী,
আল আরাবী, কামলি ওয়ালা ।।
দয়াল নবীজীর আশেকেরা নবীর দরূদ পড়েন সদা,
হায়রে বদবখত সালাফীরা দয়াল নবীজীরে চিনলি না?
দিনে রাতে তাঁর জিয়ারতে ব্যস্ত লাখো ফেরেশতা,
হায় সালাফী কেমনে করিস, রবের হুকুমের বিরোধিতা?
মানব-দানব তরুলতা আর পশুপাখী
সবার তরে তিনি হলেন দয়া করুণার রবি।
সৃষ্টি কুলে সেরা যিনি, সারা বদন হয় নূরাণী,
তিনিই আমার দ্বীনের নবী, মক্কী মাদানী আল আরাবী।।
©somewhere in net ltd.