নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

১। ভোরের পাখীর কিচির মিচির নিয়ে এলো এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা।।।”
২। প্রভাত রবি মিষ্টি হাসি দিয়ে গেলো এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা।।”
৩। ঊষাকালের স্নিগ্ধ বায়ু শুনিয়ে গেলো এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা।”
৪। ফুলকলিরা মুক্তি পেয়ে নিয়ে এলো এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা।।”
৫। আকাশ জুড়ে মেঘ মালা এলো নিয়ে এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা।”
৬। সাতরঙ্গা ঐ রংধনুটা নেচে গেয়ে দেয় এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”
৭।লাজে রাঙা চাঁদের হাসি শুনিয়ে গেলো এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”।।
৮। আনন্দ হিল্লোলে জাগে বসুন্ধরা, পেয়ে নতুন খুশির বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”।।
৯।পশু-পাখী, তরু-লতা, সাগর পাহাড় ঝর্ণধারা শুনল সবে এ বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”।।
১০।মানব দানব জীন ফেরেশতা সবার ঠোঁটে বাজে একই বারতা
“এসে গেছেন ভূবন মাঝে শান্তিদাতা মুক্তি দাতা আল আরাবী মুস্তাফা”।।
১১। মজলুমেরা ভরসা পেয়ে শোনাল এই আনন্দ বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”
১২। ঝর্ণা-নদী নিরবধি ছন্দে ছন্দে দেয় এই বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”।।
১৩। গাছের ডালের বুলবুলিরা নতুন সুরে দেয় বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”।।
১৪। রূপ সাগরে ঠেউয়ের নাচন জাগলো শুনে আনন্দে বারতা
“এসে গেছেন শান্তিদাতা, মুক্তি দাতা, আল আরাবী মুস্তাফা”।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

নতুন নকিব বলেছেন:



শাফিউল উমাম, সাইয়্যিদুল কাওনাইন ওয়াসসাকালাইন, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন, সাইয়্যিদি উলদি আ-দাম, সাইয়্যিদিনা প্রিয়তম হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের খন্ডিত চিত্র এঁকেছেন কল্পনায়। অপরিসীম আন্তরিকতায়। কৃতজ্ঞতা অশেষ।

শুভকামনা।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

এস এম ইসমাঈল বলেছেন: আলহামদু লিল্লাহ! ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ! শুকরিয়া অশেষ প্রিয় নকীব। ভাল থাকবেন সব সময়।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

নজসু বলেছেন:


সুবহান আল্লাহ।
খুব সুন্দর।

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

এস এম ইসমাঈল বলেছেন: আলহামদুলিল্লাহ, মন্তব্যের জন্য মুবারাকবাদ, সুপ্রিয় সুজন। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.