নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

এখন ব্যাপার হল, আমরা কার কথা মানবো?

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

যাঁর সম্মানে নাযিল হল কুরআনুল কারীম, যার প্রশংসায় বলেন স্বয়ং রাহমানুর রাহীম, “ইন্নাকা লা আলা খুলুকিন আযীম”। “হে আমার প্রিয় হাবীব! আপনি চারিত্রিক সৌন্দর্যের সর্বোচ্চ সোপানে উন্নীত হয়েছেন”।
আল কুরআনের এ বাণী না মানলে ঈমান থাকবে না। কেবল মাত্র মরদুদ শয়তানের খাঁটি চেলারাই কারনে অকারনে সবখানে আমার নুর নবীজীর দোষ খুঁজে বেড়ায়।

ওরা এতটাই বদবখত যে, নবীজির শানে খোদ আল্লাহ্‌ পাকের দেয়া সর্টিফিকেটটাও কিছুতেই তারা মানতে চায় না। এর কারন হল, আল্লাহ্‌ বলেন, ফি কুলুবিহিম জায়গুণ/ফি কুলুবিহিম মারাদুন, ফাযাদাহুমুল্লাহি মারাদা। অর্থাৎ তাদের অন্তরে বক্রতার রোগ রয়েছে। আর আল্লাহ্‌ পাক তাদের অন্তরের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন।

এখন ব্যাপার হল, আমরা কার কথা মানবো? স্বয়ং রাব্বুল আলামীণের কথা?
নাকি কোথাকার কোন মৌলোভী আমার নবীজীকে নিয়ে কি বললো, সেটা?

সিদ্ধান্ত আপনার। আপনি কি আল্লাহ্‌র ফয়সালা মানবেন? নাকি মোল্লার কথা শুনবেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.