নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। সৌরভে গৌরবে, ঐশ্বর্য বৈভবে, সৌন্দর্যের অনুভবে
অনুপম নিরুপম তুমি, ওগো মোর প্রিয় নবীজী??
২। মহা জীবনের মহোৎসবে, সকলের প্রেরণা তুমি,
ওগো মোর প্রিয় নবীজী?? কী করে তোমায় ভুলি??
৩। সবার ভরসার সুনিশ্চিত ভূমি, ওগো মোর প্রিয় নবীজী??
তোমায় কী করে ভুলি? কী করে তোমায় ভুলি??
৪। পথ হারাদের তরে উজ্জল রবি, ওগো মোর প্রিয় নবীজী??
কী করে তোমায় ভুলি?? তোমায় কী করে ভুলি??
৫। বিধবা, ইয়াতীম গরীব দুঃখীদের অভিভাবক তুমি
ওগো মোর প্রিয় নবীজী?? কী করে তোমায় ভুলি??
৬। সারাটা জীবন কাটিয়ে দিলে হে নবী, উম্মতি উম্মতি বলি
ওগো মোর প্রিয় নবীজী?? কী করে তোমায় ভুলি??
৭। ওগো উম্মতের কল্যাণকামী, হাবীবে খোদা আখেরী নবী
ওগো মোর প্রিয় নবীজী?? কী করে তোমায় ভুলি??
৮। রোজ হাশরের মাঠে, পাপী উম্মতগণে তরাতে সিজদায় কাঁদবে তুমি
ওগো মোর প্রিয় নবীজী?? কী করে তোমায় ভুলি??
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: আমীন। আপনার দোয়া মালিক যেন কবুল করেন। নেক দোয়ার জন্য কৃতজ্ঞতা অশেষ।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
হাবিব বলেছেন: আপনি রাসুলকে (দ.) নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেন..... দোয়া করি স্বপ্নে যেন তার দিদার নসীব হয়