নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

তিনিই আমাদের দ্বীনের নবী, আল আরাবী মুস্তাফা

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

আল কুরআনে স্বয়ং খোদা করেছেন যাঁর প্রশংসা,
তিনিই আমাদের দ্বীনের নবী, আল আরাবী মুস্তাফা
কী করবো অধম তাঁর গুণগান, পাইনা খুঁজে ভাষা?
পাক কালামে বলেন খোদা, “ইন্নাকা লা আলা খুলুকীন আজিম”,
চরিত্র মাহাত্ম গৌরবে মহিমান্বিত তুমি, সর্বশ্রেষ্ট তুলনাহীন।।

“ওয়ারাফানা লাকা জিকরাক”
মর্যাদার শিখরে স্থাপন করেছি তোমায়,
তোমার বিজয় পতাকা রবে সদা উড্ডীন।।

ওয়ালা সাওফা ইউ’তিকা রাব্বুকা ফাতারদা,
দয়াল প্রতিপালক তোমায় ভরিয়ে দেবেন উপহারে,
এমন দেয়া দিবেন তিনি, চিত্ত তোমার যাবে ভরে।।

“ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উ’লা”
দুঃখী হইও না কভূ, উজ্জল ভবিষ্যত করছে তব প্রতীক্ষা।।

“ইন্না আতাইনা কাল কাওসার”, প্রিয় বন্ধু আমার
কাওসার এক বেহেস্তী ঝর্ণা, দিলাম তোমায় উপহার,
রোজ হাশরে আসবে কাজে ত্বরাতে তোমার উম্মতেরে
এক ঢোক তার করলে পান, ক্ষুধা পিপাসা যাবে চলে।।

“ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামীন”
পাঠালাম বন্ধু তোমায়, জগতের সব সৃষ্টির তরে
অপার করুণা আর কল্যাণ করে।।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.