নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমার সাধের সোনার বাংলায়,
বার বার ভোট আসে ভোট চলে যায়
বড় বড় নেতারা কত বুলি আওড়ায়,
নিরুপায় পাবলিক চুপ করে শুনে যায়,
প্রতিপক্ষের বিরুদ্ধে হায়
প্রার্থীর নিন্দার সুনামী বয়ে যায়।
হতাশ জনগণ এসব দেখে স্বপ্নের মালা গাথে
ইলেকশনের সুবাদে ফ্রিতে
পাওয়া চা-বিস্কুট-পান-সিগারেট খেতে
ভোটের দিন প্রার্থীর পক্ষ থেকে ফ্রিতে পাওয়া রিক্সায় চড়ে
আর আনন্দে গদ গদ হয়ে ভোট কেন্দ্রে যায়।
কিন্তু হায়!
ভোট কেন্দ্রে গিয়ে তাঁর চক্ষু চড়ক গাছ,
প্রার্থির চামচারা তাঁকে বলে, “চাচা মিয়া!
আপনি খালি খালি কষ্ট কইরা আইলেন,
কোন দরকার ছিল না,
আমরাতো নিয়োজিত আছি আপনাদের সেবায়
সেই সকাল থেকে, তাই আইলেনই যখন,
তো আর কী করা?
আঙ্গুলে এক খান সিল খাইয়া যান”।
ভোট প্রার্থীর চামচাদের এই অতি উৎসাহী
কার্যকলাপ দেখে হতাশ ভোটার,
লজ্জায় কথাটা কাউকেও বলতে না পেরে,
বুড়া মিয়ার মন বেজার।
তাই বেচারা নিরুপায় ভোটারের ভাগ্য আর বদলায় না,
সংগ্রামী নেতার আশীর্বাদ পেয়ে যদিও সমাজের
কয়েকজন পাতি নেতার ভাগ্যের দুয়ার খুলে যায়
আচমকা লক্ষীর অযাচিত বর পেয়ে ও পাড়ার সেই ছেলেটা
এলাকার গড ফাদার বনে যায়, এম পি সাহেবের সাথে
তার দারুণ খাতির, সবাই বলে ধন্য ধন্য,
এমন ছেলে লাখে একটা জন্মায়।।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: আরে রাগ কিসের, গত কয়দিন আমার একমাত্র মেয়ে যে একজন ডাক্তার তার বাসায় বেড়াতে গেছিলাম।তাই। আপনি ঠিক আছেন তো? মিঃ সুজন??
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
নজসু বলেছেন:
রাগ টাগ করলেন নাকি?
দেখা পাইনা।