![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
তেত্রিশ আয়াতঃ
তেত্রিশটি আয়াত হল পবিত্র কোরআনের প্রসিদ্ধ কিছু শক্তিশালী আয়াত। যাহা পাঠে দুনিয়া এবং আখেরাতের প্রভূত উন্নতি সাধন হয়। বেশিরভাগ জাকেরিনগন দুষ্ট জ্বীন এবং মানুষের কুদৃষ্টির শিকার হন, আর এই আমল নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠে জাকিরীনগনের সেই সমস্ত সমস্যা সহ আর্থিক এবং সামাজিক বিভিন্ন সমস্যা দূরিভূত হয় আল্লাহর মেহেরবানিতে। সাধারনত সূরা ফাতেহা পর, সূরা আল বাকারার ১ থেকে ৪ আয়াত, সূরা আল বাকারার ২৫৫ থেকে ২৫৭ আয়াত, যার মধ্যে আয়াতুল কুরসী রয়েছে। সূরা আল বাকারার ২৮৪ থেকে ২৮৬ আয়াত। সূরা আল আরাফের ৫৪ থেকে ৫৬ আয়াত। সূরা আল ইসরার (বনী ইসরাইল) ১১০ থেকে ১১১ আয়াত। সূরা আস সাফফাতের ১ আয়াত থেকে ১১ নং আয়াত। সূরা আর রাহমানের ৩৩ আয়াত থেকে ৩৫ নং আয়াত। সূরা জিন এর ১ নং আয়াত থেকে ৪ নং আয়াত। এভাবে তেত্রিশটি আয়াত হয়।
কোন কোন বর্ণনায় এর সাথে সূরা হাশরের ২১ নং আয়াত থেকে ২৪ নং আয়াত পাঠ করার কথা এসেছে। আবার সূরা ইখলাছ, সূরা কাফেরূন, সূরা আল ফালাক ও সূরা আন নাছ পাঠ করার কথাও এসেছে।
১। আউযুবিল্লাহহি মিনাশ শাইত্বনীর রাজীম। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
আল’হাম্দু লিল্লা-হি রাব্বিল ‘আ-লামিন। আর্রহ্বমা-নির রাহ্বী-ম। মা-লিকি ইয়াওমিদ্দীন। ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতা’ঈন। ইহ্দিনাস সিরা-ত্বাল মুস্তাক্বীম। ছিরা-ত্বাল্লাযীনা আন’আমতা ‘আলাইহিম, গ’ইরিল মাগদ্বূবি ‘আলাইহিম ওয়ালাদ্ব দ্বা-ল্লি-ন (আমিন)। (ফাতিহা-১)
২। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
আলিফ লা---ম মী---ম। যা-লিকাল কিতা-বু লা-রাইবা ফিহি, হুদাললিল্ মুত্তাক্বিন। আল্লাযীনা ইউ’মিনূনা বিল্গাইবি ওয়া ইউক্বিমুনাস্ সালাতা ওয়া মিম্মা-রঝাক্বনা-হুম ইউন্ফিক্বুন। ওয়াল্লাযীনা ইউ’মিনূনা বিমা~উনযিলা ইলাইকা ওয়ামা~উনযিলা মিন ক্ববলিকা, ওয়া বিল আ-খিরাতি হুম ইউ’ক্বিনূন। উলা---য়িকা ‘আলা- হুদাম্ মির রাব্বিহিম্ ওয়া উলা---য়িকা হুমুল্ মুফলিহূন্। (সূরা বাক্বারাঃ ১~৫)
৩। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ওয়া ইলা-হুকুম্ ইলা-হুওঁ ওয়া-হিদ, লা-ইলা-হা ইল্লা-হুওয়ার রহমা-নুর রহীম্। (সূরা বাক্বারাঃ ১৬৩)
৪। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
আল্লা-হু লা~ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু, লা-তা’খুজুহু ছিনাতুও ওয়ালা নাঊম। লাহু মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদ্বি, মান যাল্লাযী ইয়াশফা’ঊ ‘ইন্দাহু ইল্লা-বিইযনিহি ইয়া’লামু মা-বাইনা আইদিহিম ওয়ামা-খালফাহুম, ওয়ালা-ইউ’হ্বীতূনা বিশাইইম্ মিন ‘ইলমিহি~ইল্লা বিমা-শা---আ ওয়াসি’আ কুরসিয়্যুহুস ছামা-ওয়া-তি ওয়াল আরদ্বা, ওয়ালা ইয়াঊদুহু হিফজুহুমা- ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আজীম। লা~ইকরা-হা ফিদ্দীনি ক্বাত্ তাবাইয়্যানার রুশদু মিনাল্ গাইয়্যি, ফামাইঁ ইয়াকফুর বিতত্ব-গূতি ওয়া ইউ’মিম্ বিল্লা-হি ফাক্বাদিছ্ তামছাকা বিল্ ‘উরওয়াতিল্ উছ্ক্বা-লানফি সা-মা লাহা- ওয়াল্লা-হু সামী‘উন্ ‘আলীম্। আল্লা-হু ওয়ালিইয়্যুল্লাযীনা আ-মানূ ইয়ুখরিজ্বুহুম্ মিনায্ব য্বুলুমা-তি ইলান নূর, ওয়াল্লাযীনা কাফারূ~আওলিয়া---উহুমু ত্বা-গূতু ইয়ুখরিজ্বুনাহুম মিনান্ নূরি ইলাজ্ জুলুমা-ত, উলা---য়িকা আছ্’হ্বা-বুন না-রি হুম্ ফীহা-খা-লিদূন্। (সূরা বাক্বারাঃ ২৫৫~২৫৭)
৫। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
লিল্লা-হি মা-ফিছ্ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল্ আরদ্বি ওয়াইন্ তুবদূ মা-ফী আনফুসিকুম্ আও তুখ্ফূহু ইয়ু’হ্বাছিব্কুম বিহিল্লা-হু ফাইয়াগফিরু লিমাইঁইশাউ ওয়া ইউ’য়াজঝিবু মাইঁ ইয়াশা-উ ওয়াল্লা-হু ‘আলা-কুল্লি শাইয়্যিন্ ক্বদীর। আ-মানার-রাসুলু বিমা উনঝিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মু’মিনুনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালা-ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, লা নুফার-রিকু বাইনা আ’হাদিম-মির রুসুলিহি। ওয়া ক্বা-লু সামি’না, ওয়াআত্বা’না, গুফরা-নাকা, রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা-ইউকাল্লিফুল্লা-হু নাফছান ইল্লা উস-‘আহা। লাহা-মা কাসাবাত ওয়া ‘আলাইহা-মাকতাসাবাত। রব্বানা-লা-তুআখজিনা-ইন্না ছিনা- আও আখত্বা’না, রাব্বানা ওয়ালা তাহ’মিল আ’লাইনা ইসরান কামা হা’মালতাহু ‘আলাল্লাজিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তুহ্বাম্মিলনা মা-লা ত্বাকাতালানা-বিহ। ওয়াআ’ফু ‘আন্না, ওয়াগ ফিরলানা, ওয়ার ‘হামনা। আংতা মাওলানা, ফানছুরনা ‘আলাল ক্বাওমিল কাফিরিন। (আমিন)। (সূরা বাক্বারাঃ ২৮৪~২৮৬)
৬। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুওয়া ওয়াল মালায়িকাতু ওয়া উলূল ‘ইলমি ক্ব-য়িমাম বিলক্বিস্ত্বি লা ইলাহা ইল্লা হুয়াল ‘আযীযুল হ্বাকীম। (আল-ইমরানঃ ১৮)
৭। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ইন্না-রব্বাকুমুল্লা-হুল্লাযী খলাক্বছছামা-ওয়া-তি অয়াল আরদা ফী ছিত্তাতি আইইয়া-মিন ছুম্মাছতাওয়া-‘আলাল ‘আরশি ইউগশিল লাইলান নাহা-রা ইয়াতলুবুহূ হ্বাছীছাও ওয়াশশামছা ওয়াল ক্বামারা ওয়ান্নুজূমা মুছাখখরা-তিম বিআমরিহী আলা-লাহুল খলক্বু ওয়াল আমরু তাবা-রাকাল্লাহু রব্বুল ‘আ-লামীন। উদ’ঊ রব্বাকুম তাদারু ’আও ওয়া খুফিয়াতান ইন্নাহূ লা-ইউহ্বিব্বুল মু’তাদীন। ওয়ালা-তুফছিদূ ফিল আরদি বা’দা ইসলা-হিহা-ওয়াদ’ঊহু খওফাওঁ ওয়া তমা’য়ান ইন্না রহ্বমাতাল্লা-হি কারীবুম মিনাল মুহ্বছিনীন। (আল-আরাফঃ ৫৪~৫৬)
৮। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ছুন্নাতা মান ক্বাদ আরছালনা-ক্বাবলাকা মিররুছুলিনা-ওয়ালা-তাজিদুলিছুন্নাতিনা-তাহ্বওয়ীলা। আক্বীমিসসালা-তা লিদুলুকিশশামছি ইলা—গাছাকিল্লাইলি ওয়া ক্বুরআ-নাল ফাজ্বরি কা-না মাশহূদা। ওয়া মিনাল্পাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহী নাফিলাতাল্লাকা ‘আছাআইঁ ইয়াব ‘আছাকা রাব্বুকা মাকা-মাম মাহমূদা-। ওয়া ‘ক্বুররাব্বি আদখিলনী মুদ খালা সিদকিওঁ ওয়াজ’আল্লী মিল্লাদুন্কা ছুলতা-নান নাসীরা-। ওয়া ক্বুল জাআল হ্বাক্কুওয়া ঝাহাক্বাল বা-তিলু ইন্নাল বা-তিলা কা-না ঝাহুকা-। ওয়া নুনাঝঝিলু মিনাল কুরআ-নি- মা হুওয়া শিফাউওঁ ওয়া রহ্মাতুল্লিল মু’মিনীন। (বনী ইসরাইলঃ ৭৭~৮২)
কুলিদ ‘ঊল্লা-হা আওবিদ ‘ঊর রহমা-না আইঁয়্যাম-মা তাদ’ঊ ফালাহুল আছমা’ঊল হুছনা-ওয়ালা-তাজহার বিসালা-তিকা ওয়ালা-তুখা-ফিত বিহা-ওয়াবতাগি বাইনা যালিক ছাবীলা। ওয়া কুলিল হামদুলিল্লা-হিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাওঁ ওয়ালাম ইয়াকুল্লাহূ শারীকুন ফিল মুল্কি ওয়ালাম ইয়া কুল্লাহূ ওয়ালিয়্যুম মিনাযযুল্লি ওয়া কাব্বিরহু তাকবিরা। (বনী ইসরাইলঃ ১১০~১১১)
৯। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
আফা‘হ্বাছিবতুম আন্নামা-খলাক্বনাকুম ‘আবাছাওঁ ওয়া আন্নাকুম ইলাইনা-লা-তুরজ্বা’ঊন। ফাতা’আ-লাল্লা-হুল মালিকুল হ্বাক্কু লা-ইলাহা ইল্লা-হুওয়া, রব্বুল ‘আরশিল কারীম। ওয়া মাইঁ ইয়াদ’উ মা’আল্লা-হি ইলা-হান আ-খরা লা-বুরহা-না লাহুবিহী ফাইন্নামা হ্বিছা-বুহু ’ইনদা রব্বিহী ইন্নাহু লা ইয়ুফলিহুল কাফিরুন। ওয়া ক্বুর বব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর র-হ্বিমীন। (সূরাঃ মু'মিনুনঃ ১১৫~১১৮)
১০। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ইন্নাহূ মিন ছুলাইমা-না ওয়া ইন্নাহূ বিছ্মিল্লা-হির রহ্বমা-নির রহ্বীম। (আন-নমলঃ৩০)
১১। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ওয়াস সাফফা-তি সাফফা, ফাঝঝা-জিরা-তি ঝাজরা, ফাত্তা-লিয়আতি যিকরা। ইন্না ইলা-হাকুম লাওয়া-হিদ। রব্বুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা-ওয়া রব্বুল মাশা-রিক। ইন্না ঝায়্যান্নাছ ছামাআদ্দুনইয়া বি ঝিনাতিলিল কাওয়াকিব। ওয়া হিফজাম মিন কুল্লি শাইতা-নিম মা-রিদ। লা ইয়াছ ছাম্মা’ঊনা ইলাল মালাইল আ’লা ওয়া ইয়ুকযাফুন মিন কুল্লি জা-নিব। দুহুরাও ওয়ালাম ‘আযা-বুন ওয়াসিব। ইল্লা-মান খতিফাল খতফাতা ফায়াত বা’য়াহু শিহা-বুন ছাকিব। ফাছতাফতিহিম আহুম আশাদ্দু খলক্বান আম মান খলাক্বনা-হুম মিন তীনিল লা-ঝিব। (সাফফাতঃ ১~১১)
১২। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ইয়ামা’শারাল জিন্নি ওয়াল ইন্সি ইনিস্তাত্বো’তুম আনতান ফুযুমিন আক্বত্ব-রিস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি ফান্ ফুযূ, লা-তান্ফুযূনা ইল্লা বিসুলত্বা-ন। ফাবি আইয়্যি আ-লা-ই রব্বি কুমা-তুকায্যিবান। ইউরসালু ‘আলাইকুমা-শুওয়াজুম্ মিন্ না-রিওঁ ওয়া নুহ্বা-সূন্ ফালা-তান্তাছিরা-ন্। (আর রহমান-৩৩~৩৫)
১৩। বিস্মিল্লাহির রহ্মা-নির রহি-ম।
লাও আনঝালনা-হা-যাল কুরআ-না ‘আলা-জাবালিল লারাআইতাহু খ-শি’আম মুতাসাদ্দি’আম মিন খশইয়াতিল্লাহ। ওয়া তিল্কাল আমছা-লু নাদরিবুহা লিন্নাছি লা’আল্লাহুম ইয়াতা ফাক্কারুন। হু ওয়াল্লা হুল্লাজী লা--ইলাহা ইল্লা হু। ‘আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতী হুয়ার রাহমানুর রাহীম। হু ওয়াল্লা হুল্লাজী লা--ইলাহা ইল্লা হু। আল মালিকুল ক্বুদ্দুসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল ‘আঝিঝুল জাব্বারুল মুতাকাব্বিরু। ছুব‘হা-নাল্লা-হী ‘আম্মা ইউশরিকুন। হুওয়াল্লাহুল খলিক্বুল বারিয়্যুল মুছাওব্যিরু লাহুল আছমা--উল হুছনা। ইউ ছব্বিহু লাহু মা ফিছ ছা-মা- ওয়া-তি ওয়াল আরদ্ ওয়া হুয়াল ‘আঝীঝুল ‘হাকীম। (সূরা হাসরঃ২১~২৪)
১৪। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
কুল্ ঊহিয়া ইলাইয়্যা আন্নাহুস্ তামা‘আ নাফারুম্ মিনাল্ জিন্নি ফাক্ব-লূ ইন্না-সামি’না- কুরআ-ন। ‘আজ্বাবাঁ-। ইয়াহ্দী ইলার রুশদি্ ফা আ-মান্না-বিহী। অলান্ নুশরিকা বিরব্বিনা আহাদাঁ। ওয়া আন্নাহূ তা‘আ-লা-জ্বাদ্দু রব্বিনা-মাত্তাখাযা ছোয়া-হিবাতাঁও ওয়ালা-ওয়ালাদাঁ-। ওয়াআন্নাহূ কা-না ইয়াক্বূলু সাফীহুনা-‘আলাল্লা-হি শাত্বত্বা। ওয়াআন্না-জোয়ানান্না আল্লান্ তাক্বূলান্ ইন্সু ওয়াল্ জ্বিন্নু ‘আলাল্লা-হি কাযিবাঁ। (জ্বীনঃ ১~৪)
১৫। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
কু'ল ইয়া আইয়্যুহাল কাফিরুন ৷ লাআ’ বুদু মা তা'আবুদুন ৷ ওয়ালা আনতুম ‘আ-বিদুনা মা আ’বুদ ৷ ওয়ালাআনা ‘আবিদুম মা ‘আবাত্তুম ৷ অলা আনতুম ‘আবিদুনা মা আ'বুদ ৷ লাকুম দিনুকুম অলিয়া দিন ৷(কাফিরুন-১০৯)
১৬। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ক্বুলহু ওয়াল্লাহু আ’হাদ, আল্লাহুছ ছামাদ, লামইয়ালিদ অলাম ইউলাদ, অলাম ইয়াক্বুল্লাহু কুফুওয়ান আ’হাদ। (ইখলাস-১১২)
১৭। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ক্বুল আ'ঊযু বিরাব্বিল ফালাক্ব, মিন শার্রি মা-খালাক্ব, ওয়া মিন শাররি গা-সিক্বিন ইযা-ওয়াক্বাব, ওয়া মিন শাররিন নাফ্ফা-ছা-তি ফিল ‘ঊক্বাদ, ওয়া মিন শার্রি ‘হ্বা-সিদিন ইযা-‘হ্বাসাদ। (ফালাক্ব-১১৩)
১৮। বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
ক্বুল আ'ঊযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলা-হীন না-স, মিন শাররিল ওয়াস ওয়া-সিল খান্নাস, আল্লাজী ইউওয়াস ওয়িসু ফী ছুদুরীন নাস, মিনাল জিন্নাতি ওয়ান্না-স। (নাস-১১৪)
(সমাপ্ত)
মীর নুরুর রহমান এর
ফেস বুক পোষ্ট থেকে নেয়া।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
এস এম ইসমাঈল বলেছেন: ওয়াস সালাম এ্য়া হাবীবী। সুকরান যাজাকাল্লাহু খায়রান। আপনি ও ভালো থাকুন মহান রবের কাছে এটাই আমার কাম্য।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় একটা পোষ্ট থাকা অবস্থায় আরেকটা পোষ্ট দিবেন না।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: জনাব রাজীব নুর, কিভাবে বুঝব, প্রথম পাতায় আছে?
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
হাবিব বলেছেন: দাদা, দিনে একটা করে পোস্ট দিয়েন, সবাইকে পড়ার সুযোগ দিয়েন.....
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন সতত