নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
অমর প্রেম,দুর্বার ভালবাসা
মনের গহীনে ছিল বড় আশা,
ভালবাসায় বাচতে শেখা,
মোর কপালে নাইরে লেখা,
নইলে কী আর হতো এমন?
ভালবাসায় কাটত জীবন।
আশা ছিল কাটবে জীবন,
সহজ সরল আনন্দ বিহবল,
হটাথ আসা ভীষণ ঝড়ে,
জীবন আমার লন্ড ভন্ড,
উড়ে গেল হাসি খুশী আনন্দ।
অনন্ত প্রেম দুরন্ত ভালোবাসা,
এতটুকু আশা,হল না পাওয়া,
বিরহ সাগরে ডুবে আছি একা,
এই যদি হয় নিয়তির লেখা,
চাইনা তবে এমন ভালোবাসা।
কুসুম কুসুম ভালবাসা,
অবুঝ মনের ছোট্ট আশা,
কোথায় গেলে যাবে পাওয়া,
এক টুকরো ভালবাসা????
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩
এস এম ইসমাঈল বলেছেন: হাবীব স্যার! স্বাগতম, ছ্ন্দময় মন্তব্যে ও পাঠে ধন্যবাদ, ভাল থাকবেন, সব সময়।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হঠাৎ আসা ঝড়ই জীবন লণ্ডভণ্ড করে। বলে কয়ে আসা ঝড় মোকাবেলা করার জন্য আমরা প্রায় প্রস্তুত থাকি।
কবিতায় ভালোলাগা রইলো।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮
এস এম ইসমাঈল বলেছেন: জনাব জুনায়েদ! স্বাগতম, মন্তব্যে ও পাঠে ধন্যবাদ, ভাল থাকেবেন, সব সময়।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭
এস এম ইসমাঈল বলেছেন: জনাব রাজীব নুর! স্বাগতম, মন্তব্যে ও পাঠে ধন্যবাদ, ভাল থাকেবেন, সব সময়।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৩
হাবিব বলেছেন:
ভালোবাসা ভালো নয় মন পুড়ে ক্ষয় হয়,
সদা তাকে হারানোর এই মনে লাগে ভয়!