নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

নাচতে জানিনা তাই উঠান বাকা,

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

সব কথা কবিতায় যায় না বলা,
কিছু কথা থেকে যায় না বলা,
চোখে চোখে কত কথা হয়ে যায় বলা,
মনের মানুষ সহজেই বুঝে নেয়,
প্রিয়ার মনের গোপন কথা।

ছন্দ মিল পাইনা খুজে,
নই আমি কবি,
নই আমি চিত্রকর,
আকতে পারি না ছবি।

ব্যবসায়ী হব নাই মোর পূজি,
কেমনে হবে তাই রুটি রুজি?
আদেশ শুনতে ভাল লাগেনা,
চাকুরী করা তাই হলনা।।

সুর তালের মিল হয় না,
গান গাইতে তাই পারিনা,
সুরেলা গলা নেইকো আমার,
হতে পারিনি তাই কোকিল,
যুক্তি তর্ক লাগেনা ভাল,
তাই হইনি উকিল।

নাচতে জানিনা তাই
উঠান বাকা,
ফাকা বুলি ছাড়ি সদা।

খাওয়া আর শোয়া,
আছে বাকী শুধু এই দুটো কাজ,
তাও না পারলে লাগে বড় লাজ।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে ওনেক ধন্যবাদ, যাদের মন সুন্দর তারা সব কিছুতেই সৌন্দররয খুজে পায়।

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩

হাবিব বলেছেন:




সব কথা কবিতায় যদি চাও বলতে
একসাথে দু'জনে যদি চাও চলতে
দু'জনে চোখেচোখ যদি চাও রাখতে
মনে মনে প্রিয়াকে যদি চাও ডাকতে
সুর-তাল-লয় মনে গেঁথে নাও তবে!

প্রেম যদি মনে থাকে থাকে ভালোবাসা
ছন্দেরা তব মনে বাঁধবেই বাসা
অন্তরে যদি থাকে প্রেয়সীর ছবি
আনমনে তুমি হবে বিদ্রোহী কবি
অবশেষে প্রেয়সীর তুমি প্রিয় হবে!!

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

এস এম ইসমাঈল বলেছেন: BANGLA KOBITAI APNAR SATHE PARLAM NA, APNAR MONE INSTANTLY ETO SUNDR SUNDOR KOBITAA ASE KI KORE? JODI EKTO BOLTEN.TAI EBAR ENLISH A EKTA UTTAR DEBAR KOTHA VABSEE.

U R THE BIG BOSS OF BANGLA POEMS.
DO U KNOW DEAR, I'M YOUR BIG FAN?.
I FEEL PROUD TO HAVE AN ENLIGHTENED FRIEND LIKE YOUR SELF.
TAKE CARE AND KEEP SMILING ALL THE WAYS ALONG.

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

ইসিয়াক বলেছেন: সুন্দর

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে ওনেক ধন্যবাদ, যাদের মন সুন্দর তারা সব কিছুতেই সৌন্দররয খুজে পায়। ভালো থাকবেন, আর বার বার আমার লেখা পড়ে মন্তব্য করে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.