নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

ভুলিনি তোমায় পিতা

১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি, কী করে তোমায় ভুলি??
তোমার নির্দেশ আমরা ভুলিনি পিতা। আর ভুলতে পারবো না কোনদিন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: স্যলুট লিডার।

১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২

এস এম ইসমাঈল বলেছেন: এবাউট টার্ণ, আরামে দাড়ান।
প্রিয় রাজিব নুর! বিনয়ের সাথে জিগ্গাসা করছি, আপনি কাকে স্যালুট মারলেন জনাব? শেখ সাহেব কে? নকি আমার কবিতাকে?

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

বাংলার মেলা বলেছেন: ভুলতে চাইলেও কোন উপায় আছে? যেখানেই যাই, বঙ্গবন্ধুর ছবি - রাস্তাঘাটে কারণে অকারণে মাইক লাগিয়ে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। মানুষের মন থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু এখন অলিতে গলিতে, সরকারি অফিসের দেয়ালে দেয়ালে, তেল মারা চামচাদের পোস্টারে পোস্টারে।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম,! ওগো বাংলার মেলা। একদম সত্যি বলেছেন জনাব। ভাল থাকবেন জনাব।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

মা.হাসান বলেছেন: Joy Bongobondhu
Joy Awamileague

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম,! ওগো মা হাসান ।একদম সঠিক শ্শ্লগান
ভাল থাকবেন জনাব।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

uzzalhosain বলেছেন: বঙ্গবন্ধুর মতো নেতা আজ যদি বেঁচে থাকত তবে বাংলাদেশ আজ মালেশিয়ার মতো দেশে পরিণত হতো । আগে যে সব নেতা মুক্তিযুদ্ধের পহ্মে কথা বলত । আজ তারা মুক্তিযুদ্ধের বিপহ্মে কথা বলে । সাত কোটি মানুষের নেতা ছিল একজন বাংলার মানুষের প্রান প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান । কিন্তু আজ বহু নেতা এ দেশে তবু এদেশের কোন উন্নতি নেই ।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম,! জনাব! একদম সত্যি বলেছেন।।
ভাল থাকবেন জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.