নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
প্রেমের অবারিত মন্দিরে,
প্রেমিক-প্রেমিকারা যায় নত শিরে,
শপথ নেয় বিশ্বাস, ত্যাগ আর
ভালবাসবে পরস্পরে।।
প্রেমকুঞ্জের শান বাধানো ঘাটে,
দুজনায় যায় ছুটে প্রাণের টানে।।
প্রেমতলার বাজারে
ভালবাসা দিন দুপুরে,
বিক্রি হয় সের দরে।।
হায়রে! নিয়তির কি পরিহাস,
শনির প্রকোপে দুজনার মনে
জাগে সন্দেহ অবিশ্বাস।।
দুজনের মনলোকে
হটাত জেগে উঠে,
দোষারোপের সুনামি ।।
ভেংগে যায় এভাবে কতশত
শান্তি সুখের বসত বাড়ী,
কে রাখে তার হিসাব?
কারো কারো জন্য
প্রেম-ভালবাসা তাই অভিশাপ।।
চলতে গেলে প্রেমের নন্দিত মহাসড়কে,
অনেক ভাগ্য লাগে এ জগতে,
নিখাদ খাটি ভালবাসা পেতে
সবাই কত আশা নিয়ে বসে থাকে।।
প্রেমের সাগর পাড়ি দিতে আছে ডুবার ভয়,
কত তরী কুল না পেয়ে ডুবে সাগর মোহনায়,
খাটি প্রেম থাকলে হবে ভালবাসার জয়।।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ,জাহাংগীর নয়ন। আপনাদের ভালোলাগাটাই আমার প্রেরণা।
আপনি আমাকে নষ্টালজিক করে দিলেন,জনাব! জাহাংগীর মোহাম্মদ ইসহাক নামে আমার ৩ বছরের ছোট একটা ভাই ছিল। সে দেখতে খুব হ্যান্ডসাম, ফরসা ৬ ফুট লম্বা আর খুব চটপটে চিল। আদরের সেই ছোট ভাইটা মাত্র ৫০ বছর বয়সে ২০০৮ সালে না ফেরার দেশে চলে গেছে। ওর হাাতের লেখা ছিল খুব সুন্দর আর বেশ ভালো গাড়ী চালাতে পারতো। যাক সে কথা। এখন থেকে আমি আপনাকে তুমি বলে ডাকবো, এতে আশা করি আপনার কোন আপত্তি থাকবে না। স্যরি, ডিয়ার প্রথম দেখাতে ওনেক বেশি কিছু চেয়ে বসলাম নাতো??
খুব ভালো থাকুন, এই দোয়া করি।
২| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, রাজীব নুর, আপনাদের ভালোলাগাটাই আমার প্রেরণা, খুব ভালো থাকুন, এই দোয়া করি।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
☺ বলেছেন: ভালবাসার জয় হোক, হাসুক সবাই!
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন কবি ভালোবাসার ভিতর কথা, ভালোবাসা এভাবেই শেষ হয়, আর আমরা বলি ভালোবাসা কেবল কাঁদায়!
বিশ্বাস হলো ভালোবাসার প্রাণ, যা হারিয়ে গেলে ভালোবাসা হয় মৃত
সুন্দর কথামালায় সাজানো কবিতায় ভালো লাগা জানবেন।
শুভকামনা জানবেন