নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বান্ধবীর ডাক শুনে

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলোরে...................রবি

প্রিয় বান্ধবীর ডাক শুনে,
ছুটে গেলাম তার পেছনে
মাঘের শীত মাথায় নিয়ে
ছুটে গেলাম আম বাগানে.......আমি

একটা আমবাগান বা গাছের ছবি দিতে পারতে........... বন্ধু

ছবি দেয়ার সময় পেলাম কই?? ............................আমি

আরে ভাই ছবি দিলে আর কি হতো?
লোকে লোকারন্য হয়ে যেত।
নিরালায় ভর দুপুরে লুকিয়ে
প্রেম করার মজাই আলাদা .................................আমি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন: ভালো

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: খুব ভালো থাকুন, এই দোয়া করি।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

হাবিব বলেছেন:





বুঝছি তোমার মনে ভীষণ
প্রেম জেগেছে তাই,
কবিতাতে মনের খুঁশি
প্রকাশ করলে ভাই!
................................

কিছু কথা এলোমেলো
কিছু কথায় মন হারালো
কিছু কথা মন ভুলানো
প্রেমের পরশ মাখা!

এমন কথা শুনলে পরে
থাকবেনা আর দাদী ঘরে
চলে যাবে নদীর ধারে
মেলবে আপন পাখা!!

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় হাবীব স্যার!
আজ বুঝেছি আপনি
সামু ব্লগের রবি,
আর এই নালায়েক
আপনার বিগ ফ্যান।
আমি হতবাক হয়ে দেখি
আপনি কলম চালালেই
সেটা হয়ে যায় কবিতা।
আপনি এত ভালো লেখেন কিভাবে?
আমাকে দু' একটা টিপস দিয়েন।
আর মাঝে মাঝে তাই
বড় হিংসুক হয়ে যাই।
ব্লগে আমার ব্যবসা মনে হ্য়,
এবার লাটে উঠবে জনাব
"প্রিয়তম হে বিদায়,
আর রাখিতে নারি
আশা দীপ নিভে যায়"।
ভালো থাকবেন জনাব,
আরো শানিত হোক আপনার কলম,
উজ্জল হোক উরবরা হোক
আপনার কবিতার ভূমি
দীরঘজীবি হোন আপনি।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

এস এম ইসমাঈল বলেছেন: খুব ভালো থাকুন, এই দোয়া করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.