নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

সহ ব্লগার সুপ্রিয় হাবীব স্যার, কে এক ভক্তের বিনীত নিবেদন

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

সুপ্রিয় হাবীব স্যার!
আজ বুঝেছি আপনি
সামু ব্লগের রবি,
আর এই নালায়েক
আপনার বিগ ফ্যান।
আমি হতবাক হয়ে দেখি
আপনি কলম চালালেই
সেটা হয়ে যায় উজ্জল কবিতা।
আপনি এত ভালো লেখেন কিভাবে?
আমাকে দু' একটা টিপস দিয়েন।
আর মাঝে মাঝে তাই
বড় হিংসুক হয়ে যাই।
ব্লগে আমার ব্যবসা মনে হ্য়,
এবার লাটে উঠবে জনাব
"প্রিয়তম হে বিদায়,
আর রাখিতে নারি
আশা দীপ নিভে যায়"।
ভালো থাকবেন জনাব,
আরো শানিত হোক আপনার কলম,
উজ্জল হোক উরবরা হোক
আপনার কবিতার ভূমি
দীরঘজীবি হোন আপনি।

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

তারেক ফাহিম বলেছেন: ব্লগার হাবীব স্যার এ ব্লগের রত্ন।

অল্প ক দিনেই তিনি সেঞ্চুরি করছেন।

উভয়ের জন্য শুভকামনা।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭

এস এম ইসমাঈল বলেছেন: বিলকুল ঠিক বলেছেন, জনাব তারেক ফাহিম! বান্গালা ভাষা আর ছন্দমিলে উনার জুড়ি মেলা ভার। আপনার
জন্য শুভকামনা।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের ভালোবাসা দেখে আমি মুগ্ধ!

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব রাজীব নুর।
আপনার জন্য শুভকামনা সতত।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

নজসু বলেছেন:




একদম ঠিক কথা বন্ধুবর।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

এস এম ইসমাঈল বলেছেন: আপনার জন্য শুভকামনা সতত সুপ্রিয় সুজন।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

হাবিব বলেছেন:




কেমন করে ভালোবাসার দিব প্রতিদান
এতো প্রিয় করে কেন বাড়াও আমার মান?

এক গুনাগার বান্দাহ আমি এই ধরণির বুকে
তবু সবার ভালোবাসায় আছি অনেক সুখে!

কথা কাজে যদি লাগে ব্যথা মন-মুকুরে
শুধরে দিও যত্নে আমায় যেও নাকো দূরে!
.....................................................

ভালোবাসা প্রীতি আমার
ছন্দ-ছড়ার মূল,
বিদ্যা আমার অল্প বলে
কখনো হয় ভুল!

যতটুকু পারি আমি
আল্লাহতালার দান,
মালিক তিনি না চাইলে
সবই হতো ম্লান!
................................

আমি মানে তুমি আর
তুমি মানে আমি,
তবে কেন হিংসা করো
আমায় দিবসযামী?
..............................

বিদায় কেন নিচ্ছো প্রিয়
ভালোবাসা দিয়ে
এত আপন করে আমায়
যেওনা হারিয়ে।
...............................

রাতের শেষে প্রভাত হবে
উঠবে নতুন সূর্য,
তুমি আমি দু'জন মিলে
গড়বো প্রেম তূর্য!!

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

এস এম ইসমাঈল বলেছেন: উপস্থিত স্যার। সরি স্যার, একটু দেরী হয়ে গেল। এ ভুল আর কখনো হবেনা।
অনেক ভালোবাসা...আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন এ দুআ করছি। সুপ্রিয়, হাবিব স্যার।
রবির আগমনে যেমন আকাশের সব কিছু হয়ে যায় ম্লান। ঠিক তেমনি হাবীব স্যার এর সামনে আমাদের ব্যক্তিত্ব ও মেধা মলিন হয়ে যায়।
কি আর বলবো আমি?
আপনার কাব্যিক মন্তব্যে ধরাশা্য়ী।
ভাষা পাইনা খুজে,
ভাবনাগুলো সুযোগ বুঝে যায় পালিয়ে
মিষ্টি মধুর ছন্দেরা সব হাওয়ায় যায় মিলিয়ে
কেন যায় কোথায় যায় কিছুই জানিনে?

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

এস এম ইসমাঈল বলেছেন: ভালোবাসা চাই আরো ভালবাসা চাই,
ভালোবাসা পেয়ে মরে যেতে চাই।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

আরোগ্য বলেছেন: অভিনন্দন হাবিব স্যার।

১২ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫১

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব আরোগ্য।
আপনার জন্য শুভকামনা সতত।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৩

এস এম ইসমাঈল বলেছেন: এ কেমন বিচার সুপ্রিয় আরোগ্য? কবিতা লিখলাম আমি, আর ক্রেডিট পেলেন জনাব হাবীব স্যার? (হা হা হা, একটু মজা করলাম

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের ভালোবাসা দেখে আমি মুগ্ধ!
সহমত

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব! বাকপ্রবাস।
আপনার জন্য শুভকামনা সতত।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



অসাধারন মুগ্ধতা

দুজন কেই শুভেচ্ছা আর শ্রদ্ধা ।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৮

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব
আপনার জন্য শুভকামনা সতত।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: হাবিব সাহেব খুব ভালো মনের একজন মানুষ।তার জন্য লিখে ভালো কাজ করেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব মাহমুদুর রহমান!
আপনার জন্য শুভকামনা সতত।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৬

ঝিগাতলা বলেছেন: Very nice poem +++

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব ঝিগাতলা।
আপনার জন্য শুভকামনা সতত।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুজনের জন্যই শুভকামনা ।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব স্বপ্নবাজ।
আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন

১১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩১

বলেছেন: দু নক্ষত্রের জন্যে শুভ কামনা।


ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: পাঠ ও মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব ল।
আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন এ দুআ করছি।
রবির আগমনে যেমন আকাশের সব কিছু হয়ে যায় ম্লান। ঠিক তেমনি হাবীব স্যার এর সামনে আমাদের ব্যক্তিত্ব ও মেধা মলিন হয়ে যায়।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩২

বলেছেন: ছবির বাবুটার জন্যে অনেক ভালোবাসা...

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

এস এম ইসমাঈল বলেছেন: উনি আমার বাসার সবচে ছোট সদস্য, কিন্তু উনি আমার বস।
তিনি আমার নাতি, আমার খেলার সাথী। আপনার ভালবাসা বস্তা বন্দি করে উনাকে পাঠিয়ে দেয়া হয়েছে। উনি আপনার ঠিকানা জানতে চেয়েছেন। আপনার জন্য নাকি গিফট কুরিয়ার করতে চান।
আপনার জন্য অনেক ভালোবাসা...অনেক ভালোলাগা..

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: দুজনের জন্যই শুভকামনা তোলা রইল।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

এস এম ইসমাঈল বলেছেন: পাঠ ও মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব।
আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, তাকে নিয়ে লেখায়। তিনি সবার প্রিয় মুখ।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব নতুন
নকিব। আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

হাবিব বলেছেন:




আমার মন্তব্যের উত্তর দিচ্ছেন না যে?
গলাটা এখন শুকনা নাকি ভিজে?
নাকি করলেন মান-অভিমান অল্প??
এভাবেই কি তৈরি হবে ভালোবাসা গল্প????

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

এস এম ইসমাঈল বলেছেন: লেখক বলেছেন: উপস্থিত স্যার। সরি স্যার, একটু দেরী হয়ে গেল। এ ভুল আর কখনো হবেনা।
অনেক ভালোবাসা...আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন এ দুআ করছি। সুপ্রিয়, হাবিব স্যার।
রবির আগমনে যেমন আকাশের সব কিছু হয়ে যায় ম্লান। ঠিক তেমনি হাবীব স্যার এর সামনে আমাদের ব্যক্তিত্ব ও মেধা মলিন হয়ে যায়।
কি আর বলবো আমি?
আপনার কাব্যিক মন্তব্যে ধরাশা্য়ী।
ভাষা পাইনা খুজে,
ভাবনাগুলো সুযোগ বুঝে যায় পালিয়ে
মিষ্টি মধুর ছন্দেরা সব হাওয়ায় যায় মিলিয়ে
কেন যায় কোথায় যায় কিছুই জানিনে?

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

বলেছেন: ভালা।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব, আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: আপনি ভালো লিখেছেন । আর ওনার লেখা আমারও খুব ভালো লাগে ।

শুভকামনা

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

এস এম ইসমাঈল বলেছেন: আমার ছোট্ট ব্লগের ঘরে স্বাগতম! সুস্বাগতম! নীলপরি! আপনার ভালোলাগা আমার প্রেরণা। ধন্যবাদ আমার ঘরে আপনার একমাত্র মিতা র‌্য়েছেন নিলা বেগম। উনি দেখতেও বেশ। আমি উনাকে আমার নাতির সাথে সুর মিলিয়ে দাদী নামে ডাকি। প্রথম পরিচয়ে বেশী কথা বলে ফেললাম নাকি? আশা করি রাগ করবেন না। ভালো থাকবেন, নীলপরি। আর বেশি বেশি লিখতে থাকুন।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারের ভালোবাসা দেখে আমি মুগ্ধ!
সহমত

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

এস এম ইসমাঈল বলেছেন: জনাব জুনায়েদ বি রহমান! আপনার মুগ্ধতা আমার চলার পথের প্রেরণা। ভালো থাকবেন।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাবিব স্যার সম্পর্কে মোটেও বেশি বলেননি, সত্যি হাবিব স্যার খুবই ভালো মানের লেখক, শুধু তাই নয় তার মনটাও অনেক সুন্দর আমি যতটুকু বুঝেছি। তার জন্য শ্রদ্ধা রাখি আমারও মনে। তার সুস্থতা কামনায়।

ধন্যবাদ আপনাকে

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

এস এম ইসমাঈল বলেছেন: সহমত, জনাব জাহাংগীর নয়ন।
মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব, আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভালো কবিকে ভাল কবিতা।

খুবই সুন্দর মানিয়েছে।


অসংখ্য ভালবাসা আপনার জন্য।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব তাজুল ইসলাম।
আপনার জন্য শুভকামনা সতত।






২১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর ! কবিতার ছন্দে হাবিব সাহেব প্রতি আপনার নিবেদনে মুগ্ধ হলাম। উনার উত্তরটিও ততটাই সুন্দর। রতন যেখানেই থাকুক সে মূল্যবান ; নিজ গুণে সমৃদ্ধ। অভিনন্দন হাবিব স্যারকে ; ধন্যবাদ আপনাকে।
ছবিতে বাচ্চাটি অত্যন্ত মিষ্টি । বাচ্চাটির পরিচয় দিলে আরেকটু ভালো লাগতো; শুভকামনা ওকেও।

দু'জনকেই অফুরান ও শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় পদাতিক সাহেব, এই নিন ঐ পিচ্চির পরিচয়। উনি আমার বাসার সবচে ছোট সদস্য, কিন্তু উনি আমার বস।
তিনি আমার নাতি, আমার খেলার সাথী। আপনার ভালবাসা বস্তা বন্দি করে উনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। উনি আপনার ঠিকানা জানতে চেয়েছেন। আপনার জন্য নাকি গিফট কুরিয়ার করতে চান।
আপনার জন্য অনেক ভালোবাসা...অনেক ভালোলাগা..



২২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: হাবিব স্যার আপনার প্রিয় ব্লগ রবি। দারুন লিখেছেন। দুজনকেই অভিনন্দন। !:#P

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব, আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন।

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাদের দুজনকেই শুভেচ্ছা :)

১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব, আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন।

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। পিচ্চির পরিচয় পেয়ে মুগ্ধ হলাম। আপনার পরিবারের ছোট্ট সদস্যকে আমার প্রচুর আদর মাখা ভালোবাসা রইল। আর ওর পাঠানো পার্সলে /গিফট ইতিমধ্যে আমার হৃদয়ে পৌঁছে গেছে। এখানে অত্যন্ত যত্নসহকারে গচ্ছিত থাকবে।

আমি নর্থ 24 পরগনার বারাসাত এ থাকি। কাজেই আমি হলাম পিচ্চির ওপারের আংকেল। হা হা হা ..... এবার আশা করি পিচ্চি আরো খুশি হবে ।
হাবিব ভাইয়ের একটি পোস্ট আপনার অভাবে অভিভাবক শূন্য হয়ে পড়ে আছে। এই মুহূর্তে আলোচিত ব্লগে আছে পোস্টটি।

আপনার পরিবারের উপর মঙ্গল বর্ষিত হোক -কামনা করি।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

এস এম ইসমাঈল বলেছেন: তাই নাকি, বেশ ভালো লাগলো। বকুলকে নিশচয়ই চিনবেন তাহলে?ঐ যে বকুল কথার নায়িকা যে মেয়েটা? তার সেল নামবারটা
যদি একটু দিতেন।আমার বেগম সাহেবা বকুল এর ফ্যান কিনা,তাই আরকি, আপনাকে শুভেচ্ছা।

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। দুঃখিত ভাইজান বাড়িতে টিভির চল নেই বললেই চলে। আর সিরিয়াল টিরিয়াল লাস্ট কত বছর আগে দেখেছি মনেই পড়ে না। আমারও বাড়িতে একটি ছোট বাচ্চা আছে। রাত সাড়ে নটার পরে একটু টিভি খুলে স্রেফ খবর শোনার জন্য। বাকি সময়টা সময় পেলে ব্লগে ব্যস্ত থাকি।। কাজেই বেগম সাহেবাকে নায়িকার সেল দিতে না পড়ার জন্য আবারো দুঃখিত।

শুভেচ্ছা ও ভালোবাসা সতত।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

এস এম ইসমাঈল বলেছেন:
প্রতি মন্তব্যে একরাশ ভাললাগা আর ভালোবাসা, জনাব। আপনার জন্য শুভকামনা সতত। ভালো থাকবেন আর বেশী বেশী লিখবেন। আর খুব ভালো থাকবেন দাদা।

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনার দাওয়াত থাকলো।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: আমি কিন্তু খুব ভোজন রসিক।ভাল খাবারের গন্ধ পেলে গিয়ে হাযির হবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.