![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ধুসর মরু ডেকে বলে, চল যাই মদীনা,
লু হাওয়া এসে আমায় বলে, চল যাই মদীনা।
চোখের তারা নেচে বলে, চল যাই মদীনা,
মিষ্টি হেসে দুই ঠোট বলে, চল যাই মদীনা।
মোর মনের মাঝে লুকিয়ে আছে,প্রিয় নবীজির ভালবাসা
আশা আছে একদিন আমি যাবোই যাবো সোনার মদীনা
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, জনাব উজ্জল,খুব ভাল থাকবেন।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
মাহিরাহি বলেছেন: আল্লাহ আমাদের নেক আশা পূরণ করুন।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, মাহিরাহি, ভাল থাকবেন।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন: টাকা নাই। টাকা থাকলে সবার আগে হজ টা করে নিতাম।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব, রাজীব নুর, ভাল থাকবেন।
আল্লাহ আপনার আশা পুরণ করবেন, ইনশা আল্লাহ।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
নতুন নকিব বলেছেন:
Your composed sentence is very good. Thanks much for it.
মদিনাতুল মুনাওয়ারাহ! প্রিয়তম রাসূলে আরাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত পূন্যভূমির প্রতি যার এত প্রেম, মদিনা তাকে ডেকে নিয়ে যাবে তার পানে!
আহ! আবার কবে যে যেতে পারবো প্রিয়তমের রওজার কিনারে! রিয়াজুল জান্নাতের স্নিগ্ধ পরশে আবার কবে সিক্ত হবে হৃদয় মন! আহ! আবার কবে তাওফিক দিবেন দয়াময় করুনার আধার মালিক মহিয়ান!
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব,নতুন নকিব, ভাল থাকবেন।
আল্লাহ আপনার আর আমার আশা পুরণ করবেন, ইনশা আল্লাহ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার নবী প্রেমের হাহাকার মিলনে পূর্নতা পাক!
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব, ভাল থাকবেন।
আল্লাহ আপনার আর আপনার আশা পুরণ করবেন, ইনশা আল্লাহ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
uzzalhosain বলেছেন: ইনশাঅাল্লাহ । আপনার আশা আল্লাহ পূরন করবেন ।