![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
দেহের খাঁচায় বন্দী যে প্রেম
তা বেশীদিন টিকে না,
নেশার ঘোর কেটে গেলে,
থাকে শুধু শুন্যতা।।
যে প্রেম শুধু দেহকে টানে,
মনের নাই লেনাদেনা,
চাইনা আমি এমন প্রেম
ভাব আর -ভালোবাসা।।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
এস এম ইসমাঈল বলেছেন:
আপনাদের মত নিবেদিত কবিতার পাঠকদের ভালো লাগে, তাই বুক ভরা আশা আর আর ভালোবাসা নিয়ে এখনো আছি বেচে। ধন্যবাদ জনাব।ভালো থাকবেন।
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব।ভালো থাকবেন।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২
হাবিব বলেছেন:
মনের প্রেমের বাত্তি জ্বলে
বাতির নিচে অন্ধকার....
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯
এস এম ইসমাঈল বলেছেন: আপনাদের মত নিবেদিত প্রাণ কবিদের ভালো লাগে, তাই বুক ভরা আশা আর আর ভালোবাসা নিয়ে এখনো আছি বেচে। ভালো থাকবেন,প্রিয় কবি.
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
ম্যাড ফর সামু বলেছেন: পারফেক্ট জনাব, আপনার সুন্দর সুন্দর পোষ্টগুলি প্রায় সবই পড়ি, কিন্তু কমেন্ট করা হয়ে উঠে না। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর আত্মোপলব্ধিমুলক পোষ্টগুলির জন্য। আরো একটি বিষয় দেখে কষ্ট লাগে, সামুতে ভালো ভালো বা নীতিকথা/ধর্মকথার পোষ্টগুলিতে পাঠকের সংখ্যা একদমই কম, যা খুবই পীঢ়া দেয় হৃদয়ে। আল্লাহ আপনার মঙ্গল করুন।