| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস এম ইসমাঈল
	মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
দুরন্ত দুর্বার ছিল যখন যৌবন
জীবীকার তরে করেছি ভ্রমণ,
সম্পদ আর সুনামের টানে
ফিরে দেখার ছিলনা সময়।
অসময়ে মেহমান
গাইলো যৌবনের গান,
এখন আমার যাবার পালা,
জীবন সুর্য অস্তাচলে,
কি হবে আর এখন 
গেয়ে ভালোবাসার গান?
অবশেষে অতিথি 
এলো মোর দ্বারে,
হাতে প্রেম ভালোবাসার ডালি।
বড্ড দেরি করে,
এলে হে অতিথি!
জীবনের কটা দিন 
আছে শুধু বাকী,
চাই না বাড়াতে বোঝা।
 
২১ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৩১
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব।ভালো থাকবেন।
২| 
২১ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
 
২২ শে জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৩৪
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব।ভালো থাকবেন।
৩| 
২১ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:১৯
হাবিব বলেছেন: ভালো লাগলো দাদা ভাই
 
২২ শে জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৯
এস এম ইসমাঈল বলেছেন: আপনাদের মত নিবেদিত কবিদের ভালো লাগে, তাই বুক ভরা আশা আর আর ভালোবাসা নিয়ে এখনো আছি বেচে। ভালো থাকবেন,প্রিয় কবি.
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৫৪
অর্কমানিক বলেছেন: অসাধারন বাস্তবিক লেখা।