![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমার আকাশের চাদে লেগেছে গ্রহন,
তাই এখনো উঠেনি আকাশে,
আনন্দের ফোটা, চন্দ্র বিন্দু
নিয়েছে বিদায় জীবন থেকে,
শুনেছি এখন সে আছে ছুটিতে,
কল দিলেও আসবেনা ফিরে।।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
এস এম ইসমাঈল বলেছেন: সত্যি সত্যিই কিন্তু উনি আজ সকালে আমার বড় ছেলের সাথে বাপের বাড়ি গেছেন, বেড়াতে। আর তাইতো জেগেছে বিরহ ব্যাথা। আবার তার উপরে আপনি দিলেন নুনের ছিটা, এ দুখ আমি রাখবো কোথা??
২| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
স্রাঞ্জি সে বলেছেন: না না না আসবেনা। মনে হয়। নাই আসুক। একাকিত্ব জীবন ভালই কাটে।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
এস এম ইসমাঈল বলেছেন: কি ব্যাপার বলুনতো?
এতোদিন কি ছিলেন ঘুমন্ত?
লিখছো না কোন লেখা?
পাই না কেন তোমার দেখা??
শুনলাম চিরিয়া ঘরে এসেছে নতুন প্রাণি?
তোমার কথা ভেবে ভেবে বেড়ে গেছে মোর ধুক পুকানি।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন, আশা করি,মি রাজীব নুর।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
হাবিব বলেছেন: এই বয়সে দাদীকে রেখে বিরহের গান ধরছেন কেন দাদা?