নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
কবিতার প্রতি নিবেদিত পাঠকেদের ভালো লাগে,
তাই বুক ভরা আশা আর ভালোবাসা নিয়ে
এখনো আছি বেচে।
ভালো থাকবেন সব্বাই,
প্রিয় কবি আর
কাব্যরসে আগ্রহী সবাই।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, প্রিয় কবি আমার।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪
এস এম ইসমাঈল বলেছেন: কতটা রাগ করবে তুমি?
কতকাল বিরহে ভোগাবে আমায়??
ভালোবাসার কি কোন মুল্য নাই?
২| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
হাবিব বলেছেন:
কতটা রাগ করবে তুমি?
যতটুকু রাগলে তুমি আসবে আমার মান ভাঙাতে
যতটুকু রাগলে পরে আসবে ঘরে প্রেম বিলাতে!
ততটুকু রাগবো আমি বলছি তোমার কানে কানে
আমার রাগের কি বা কারন বুঝেছো কা রাগের মানে?
কতকাল বিরহে ভোগাবে আমায়??
যে বিরহে প্রেম বাড়বে
যে বিরহে মন কাড়বে
এর চে' বেশি নয়!
বেশি হলে হয়তো তুমি
উল্টা রাগবে আমার উপর
তাইতো মনে ভয়!!
ভালোবাসার কি কোন মুল্য নাই?
কি যে বলে দাদা তুমি এতো ভালোবাসা দিলে
তোমার প্রেমের মহামূল্য বলছি আমি জোরে গলে!
যাকে বেশি প্রেম দিয়েছি দিলাম ভালোবাসা
তারই সাথে মান অভিমান হাসি তামাশা!!!!
৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
এস এম ইসমাঈল বলেছেন: বাহরে কবি বাহ। মান অভিমান চলবে এবার নিখাদ খাটি ভালবাসা
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮
হাবিব বলেছেন:
প্রিয় ইসমাইল ভাই, আপনাকে একটা অনুরোধ করবো।
মানতেই হবে।
কবিতা লেখার সময় অবশ্যই বানানের দিকে নজর রাখবেন।
একদিনে একটার বেশি পোস্ট দিয়েন না, তাতে অন্যরা বিরক্তবোধ করে।
বিশেষ করে প্রথম পাতায় একসাথে দুইটা পোস্ট বেমানান।
অন্যদেরকেও উৎসাহ দেয়ার জন্য মন্তব্য করুন।
আপনাকে ভালোবাসি বলেই কথাগুলো বললাম। মন খারাপ করবেন না আশা করি।
মন খারাপ করলে আমি আপনার সাথে রাগ করবো।