নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

ভাত সমাচার

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬


ভোজন রসিক বলতে আমি যেটা বুঝি, তা হলো যিনি যে কোন খাবারকে আনন্দের সাথে গ্রহন করতে জানেন, তিনিই ভোজন রসিক।

গ্রামের বাড়ীতে আমার এক চাচা ছিলেন, তিনি মাশাআল্লাহ বেশ খেতে পারতেন। খুব সহজ সরল টিপিক্যাল গ্রামের মানুষ বলতে আমরা যা বুঝি ঠিক সে রকম।

আমার এক বড়লোক মামাকে দেখেছি সাত সকালে রান্না করা গরম ভাতে পানি মিশিয়ে খেতে। গরমকালে লেবু, পিয়াজ, কাচা মরিচ, আগুনে পোড়া লইট্টা শুটকি দিয়ে বা আলু ভরতা দিয়ে আমাদের বাসায় মাঝে মাঝে খাওয়া হতো।

আমার মামণিকে দেখতাম, মাঝে মাঝে রাতের বেচে যাওয়া ভাত দিয়ে সকালে আমাদের মজাদার খিচুরি বানিয়ে দিতেন।

আমার গিন্নি রাতের বেচে যাওয়া ভাত সকালে ডিম আর পেয়াজ দিয়ে ভেজে ছেলে-মেয়েদের টিফিন হিসাবে দিতেন। ছেলে-মেয়েরা সেগুলো খুব মজা করে খেত। এক সময় আমার গিন্নির বানানো ভাত ভাজার রেসিপি নিয়ে বেশ হই চই পড়ে গি্যেছিল।
দেখতাম বেশ কয়েকজন ভদ্র মহিলারা দল বেধে আমাদের বাসায় হাজির। কারন উনাদের বাচ্চারা তাদের মাকে বলতো, যে মা তুমি আমাকে হামেদের মা মনির মত করে ভাত রান্না করে দিতে পারো না? ওর মায়ের বানানো ভাত ভাজা খেতে যা মজা, সেরকম করে তুমি আমাকে বানিয়ে দিতে পার না?
ভাত নিয়ে আমার আরো বেশ কিছু মজার ঘটনা আছে, সে গল্প না হয় আরেক দিন হবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার ভাত সমাচার।
কয়েকদিন আগে কাভা ভাইয়ের পোস্টে আপনার এই ভোজন রসিক শব্দের বিষদ বর্ণনা পেয়েছি আমরা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২৫

এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ,জনাব।আসলে আমার এ লেখাটা কাভার পোষ্ট থেকে উতসাহিত হয়ে লেখা।ভাল থাকবেন জনাব

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই প্রতিউত্তরে, আমার ধারণার সাথে মিলে গেছে সেজন্য ভালো লাগছে।
আপনিও ভালো লিখেছেন।

শুভকামনা জানবেন,
শুভ সকাল

২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২১

এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব নাঈম, সাথে থাকার জন্য। ভাবছি ভাত নিয়ে আরো দুই/একটা পোষ্ট লিখব, সাথেই থাকবেন, আশা করছি।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

রাজীব নুর বলেছেন: ভাত নিয়ে অন্য মজার কাহিনি গুলোও লিখে ফেলুন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

এস এম ইসমাঈল বলেছেন: লিখবো ইনশা আল্লাহ, জনাব রাজীব নুর। আপনার নামে আমার একজন কাজিন আছে। সে তার বাবার মতই একজন ডাক্তার। চট্টগ্রামে থাকে ও কিনতু বয়সে আমার চেয়ে বেশ ছোট। পাঠ ও মন্তব্যে শুকরিয়া ও মুবারাক বাদ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব, খুব ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.