| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস এম ইসমাঈল
	মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জীবন নদীর মোহনায়,
ভালো বাসার আলো ছায়ায়,
কে কে তোরা যাবি আয়?
জীবনের জোসনায়, 
কে কে তোরা যাবি আয়?
আয়লো ত্বরা ছুটে আয়।।
উল্লাসের আংগিনায় 
কে কে তোরা যাবি আয়?
ওলো তোরা ত্বরা আয়।
সুরের ভূবনে গানের মুর্ছণায় 
কে কে তোরা যাবি আয়? 
আয়লো ত্বরা সবাই আয়।।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৩
এস এম ইসমাঈল বলেছেন: আপনার প্রেরণাদায়ক মন্তব্যের জন্য শুকরিয়া, খুব ভাল থাকবেন। আর সুন্দর সুন্দর পোষ্ট দিন।
২| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন: সব সময় সবার ডাকে কি সবাই আসে ! একলাই চলতে হয় ।।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩০
এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে স্বাগতম, জনাব ঠাকুর মাহমুদ। হয়তো আপনি সঠিক। আমার কাজ সব্বাইকে ডাক দেয়া। আমি সব্বাইকে ছাড়া স্বর্গে যেতে চাইনা। ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর সব পোষ্ট লিখুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।