নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

মাইক্রো ব্লগিং

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

আজ বেশ কদিন ধরে একটা কথা মাথায় শুধু ঘোরাফেরা করছে।সারা বছর কোন খবর নেই, একুশে আসলেই একগাদা টি-২০ লেখক বা মৌসুমী কোকিলদের ঘুম ভাংগে। তুমুল প্রতিভাবান কেউ কেউ মাত্র তিন রাতের মধ্যে দেড় লাখ শব্দের এক খানা বিশাল উপন্যাস লিখে ফেলেন, বই মেলায় প্রকাশের জন্য। তাদের জন্য একটা বুদ্ধি বের করেছি। সেটা হল মাইক্রো ব্লগিং। ওনারা ছোট ছোট পোষ্ট দেবেন। আর লেখার মান বাড়াবেন। এটা ছয় মাস থেকে এক বছর চলতে পারে। তাছাড়া আজকাল মানুষের হাতে সময়ও অনেক কম। তাই ছোট ছোট পোষ্ট দেয়া ফলদায়ক হতে পারে বলে আমি মনে করি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ব্যাবসায়ী মানুষ লম্বা বক্তৃতা দিলে মিটিংয়ে সবাই ঘুমিয়ে পড়তে পারেন, ঠিক তেমনি লম্বা বিবৃতি দিলেও পাঠক লেখা পড়বেন না, তাছাড়া ব্লগে আমি জনপ্রিয় কেউ নই যে আমার লেখার পাঠক বেশী হবেন। - আপনার পোষ্ট আমার জন্য প্রযোজ্য। ধন্যবাদ ভাইজান।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৩

এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে স্বাগতম, জনাব মাহমুদ,
পাঠ ও মন্তব্যে, ধন্যবাদ, শুভেচ্ছা।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: তাহলে তাদের ব্লগিং করার দরকার নাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৪

এস এম ইসমাঈল বলেছেন: জনাব, রাজীব নুর,
পাঠ ও মন্তব্যে, ধন্যবাদ, শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.