![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমার আছে ইচ্ছে পুরনের স্বাধীনতা,
আপনার কি আছে তা?
তাই আমার কাছে সবকিছু তেজপাতা,
আর তেজপাতার মতই সহজ ও সস্তা
চাইলে পাঠিয়ে দিতে পারি কবিতা
এক বস্তা।
কিন্তু একটা আছে সমস্যা,
আপনাকে দিতে হবে ভাড়াটা
পারবেন তো দিতে সেটা??
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
এস এম ইসমাঈল বলেছেন: আহ আপনার আগমনে ধন্য হলাম আমি আর আমার ব্লগ।সুপ্রিয় আপনার দৃষ্টি সীমানায় আসতে পেরেছি, সেটা অনেক বড় প্রাপ্তি। শুভেচ্ছা একরাশ, ভলো থাকবেন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, প্রিয় সনেট কবি। শুভেচ্ছা একরাশ, ভলো থাকবেন।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন:
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ, জনাব সেলিম আনোয়ার।ভলো থাকবেন।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভাড়াটাও দিতেই হবে!
প্রি-পেইড শিপমেন্ট করা যায় না
+++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩
এস এম ইসমাঈল বলেছেন: হে হে হে এবার পেয়েছি তোমায় বাগে,
ভাড়া না দিয়ে তুমি কোথায় পালাবে?
সোনা,
উশুল করে নেবো ষোল আনা.........।।
বই মেলায় যাবেন নাকি?
কখন যাবেন?
দেখি আমি আসার চেষ্টা করবো।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬
এস এম ইসমাঈল বলেছেন: কেন এতো দেরী করে এলে তুমি?
আমি হয়ে গেলাম অভিমানি
যাও এবার তবে,
কোন কথা নাহি হবে
আগে বলো কি খাওয়াবে?
তাহলে দেখতে পারি ভেবে
ফুচকা, চটপটি ঝাল মুড়ি
চলবেনা এবার
এসবে
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।